রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী শহরের শহর থেকে ৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে সপুরা রাজশাহী সেনানিবাস এর অভ্যান্তরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়।
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ | |
---|---|
অবস্থান | |
সপুরা, রাজশাহী | |
তথ্য | |
ধরন | বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | ৫ সেপ্টেম্বর ২০১৩[১] |
ইআইআইএন | ১৩৭৬৮৬ |
অধ্যক্ষ | লে. কর্নেল মোঃ রেজাউল করিম |
ওয়েবসাইট | rajcpsc |
পটভূমি ও উদ্দেশ্য
সম্পাদনারাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বর্তমানে বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। শিক্ষানগরী হিসেবে সুনাম থাকা সত্তে¡ও রাজশাহী মহানগরে ইংরেজি মাধ্যমে উন্নতমানের শিক্ষায়তন সময়ের দাবি ছিল। রাজশাহী সেনানিবাসে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান প্রকল্প (একনেক তহবিল) থেকে ২০০৯-২০১০ অর্থবছরে অর্থ বরাদ্দ করে প্রকল্প অনুমোদন করা হয়। রাজশাহী ক্যান্টনমেন্টের তৎকালীন স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসিম আক্তার, এনডিসি, এএফডাবিøড, পিএসসি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৩ সালের ০৫ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ উদ্বোধন করেন। ২০১৪ সালের ০২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানটি তার অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করে। প্রথম দিনেই শতভাগ শিক্ষার্থী স্কুল পোশাক পরিধান করে সমাবেশে অংশগ্রহণ করে এবং এর মধ্য দিয়ে রাজশাহীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ লাভ করে।
ফলাফল ও অর্জন
সম্পাদনাশিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা লালন ও বিকাশের প্রতিশ্রুতি নিয়ে শুরুতে নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। মহানগরের অধিবাসীদের আকাক্সক্ষা পূরণে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমও যাত্রা শুরু করে। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর ৫ম শ্রেণির ৯৩ জন শিক্ষার্থী ২০১৪ সালে পিইসিই-২০১৪ তে অংশগ্রহণ করে ১০০% জিপিএ-৫ (এ+) পাওয়ার গৌরব অর্জন করে। প্রথমবারের পিইসিই পরীক্ষায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শতভাগ জিপিএ-৫ অর্জন কেবল রাজশাহী মহানগরেই নয়, সারাদেশের মধ্যেই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে শিক্ষা পরিষেবার একটি সমৃদ্ধ কেন্দ্র হিসেবে স্বীকৃতি এনে দেয়। এছাড়া উক্ত বছরের ফলাফলে রাজশাহী অঞ্চলের মধ্যে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অধিকার করার মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার কৃতিত্ব অর্জন করে। উক্ত পরীক্ষায় মেধা তালিকায় ১০ জন এবং সাধারণ গ্রেডে ৪ জন শিক্ষার্থী বৃত্তি পায়। একাডেমিক শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধের মধ্যে গতিশীল ভারসাম্যের পাশাপাশি পিইসিই পরীক্ষায় শিক্ষাগত সাফল্য জনগণের মধ্যে স্কুলটি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে। ‘আলোকিত মানুষ চাই, শিক্ষার বিকল্প নাই’ এই শ্লোগানে উজ্জীবিত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা বছরে সপ্তম শ্রেণি পর্যন্ত তাদের শ্রেণি কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠার এক বছর পরে শ্রেণি কার্যক্রম নবম-দশম শ্রেণিতে উন্নীত হয় এবং ২০২০ সাল থেকে শিক্ষা কার্যক্রম একাদশ শ্রেণিতে ক্রমান্বয়ে উন্নীত হয়। ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ জিপিএ-৫ (এ+) পাওয়ায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী জেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল হওয়ার গৌরব অর্জন করে। জেএসসি-২০১৫ সালে মেধা তালিকায় ২ জন এবং সাধারণ গ্রেডে ৪ জন বৃত্তি পায়। উক্ত ফলাফলে সন্তুষ্ট হয়ে জেলা প্রশাসক মহোদয় ২৩ জানুয়ারি ২০১৬ তারিখে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে একটি ট্রফি ও একটি লেজার প্রিন্টার প্রতিষ্ঠানকে উপহারস্বরূপ প্রদান করেন। ২০১৫ সালে প্রতিষ্ঠানের ৫ম শ্রেণি দ্বিতীয় ব্যাচের ১৪২ জন শিক্ষার্থী পিইসিই পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) এবং ০৩ জন শিক্ষার্থী জিপিএ-৪.৮৩ (এ) অর্জন করে। উক্ত পরীক্ষায় মেধা তালিকায় ৩ জন ও সাধারণ গ্রেডে ৪ জন বৃত্তি পায়। ২০১৬ সালে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ১০৯ জন শিক্ষার্থী পিইসিই পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) এবং ০৩ জন শিক্ষার্থী জিপিএ-৪.৮৩ (এ) অর্জন করে। উক্ত পরীক্ষায় মেধা তালিকায় ৪ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ২০১৬ সালে ১২৭ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ জিপিএ-৫ (এ+) পেয়ে রাজশাহী জেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল হওয়ার গৌরব অর্জন করে। উক্ত পরীক্ষায় মেধা তালিকায় ৪ জন এবং সাধারণ গ্রেডে ১১ জন বৃত্তি লাভ করে। ২০১৭ সালে পিইসিই পরীক্ষায় প্রতিষ্ঠানের ১৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) ও শতভাগ শিক্ষার্থী পাস করে। উক্ত পরীক্ষায় মেধা তালিকায় ৯ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন শিক্ষার্থী বৃত্তি পায়। ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। উক্ত পরীক্ষায় মেধা তালিকায় ৯ জন ও সাধারণ গ্রেডে ৯ জন শিক্ষার্থী বৃত্তি পায়।
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর শিক্ষার্থীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২০১৮ সালে। ২০১৮ সালে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর এসএসসি প্রথম ব্যাচ থেকে এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের মোট ১১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন মেধা তালিকায় এবং ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। উক্ত পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ জিপিএ-৫ (এ+) অর্জন করে এবং ৫ জনই মেধা তালিকায় বৃত্তি লাভ করে। প্রথম বছরের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ফলাফল সকলের প্রত্যাশাকে ছাপিয়ে যায় এবং একাডেমিকভাবে বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলগুলির মধ্যে একটি গৌরবজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়। ২০১৮ সালে পিইসিই পরীক্ষায় প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। উক্ত পরীক্ষায় ১১ জন শিক্ষার্থী মেধা তালিকায় এবং ৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ২০১৮ সালে জেএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। উক্ত পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় এবং ৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের ৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। বাণিজ্য বিভাগ থেকে ০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। উক্ত পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে মেধা তালিকায় ২ জন এবং সাধারণ গ্রেডে ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ২০১৯ সালে পিইসিই পরীক্ষায় প্রতিষ্ঠানের ১৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। উক্ত পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী মেধা তালিকায় এবং ৭ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় ১১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। উক্ত পরীক্ষায় ৩ জন শিক্ষার্থী মেধা তালিকায় এবং ১২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ২০২০ সালে এসএসসি-২০২০ পরীক্ষায় প্রতিষ্ঠানের ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। এছাড়াও কৃতি শিক্ষার্থী সাদিয়া ফারহানা জাবিন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১২৬৯ সর্বোচ্চ নম্বও পাওয়ার গৌরব অর্জন করে। বিজ্ঞান বিভাগ থেকে ১০ জন শিক্ষার্থী মেধা তালিকায় এবং ১৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। উক্ত পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। বাণিজ্য বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী মেধা তালিকায় এবং ৩ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অনলাইনে ক্লাস নিচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল"। দৈনিক কালের কণ্ঠ। ১৪ মে ২০২০। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১।