রাঙ্গুনিয়া পৌরসভা
রাঙ্গুনিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি পৌরসভা।
রাঙ্গুনিয়া | |
---|---|
পৌরসভা | |
রাঙ্গুনিয়া পৌরসভা | |
বাংলাদেশে রাঙ্গুনিয়া পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৯২°৫′১২″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৯২.০৮৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাঙ্গুনিয়া উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ৮ জুলাই, ২০০০ |
সরকার | |
• পৌর মেয়র | শাহজাহান সিকদার (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২১.৬৮ বর্গকিমি (৮.৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৩,০৩৩ |
• জনঘনত্ব | ২,৪০০/বর্গকিমি (৬,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনারাঙ্গুনিয়া পৌরসভার আয়তন ২১.৬৮ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাঙ্গুনিয়া পৌরসভার জনসংখ্যা ৫৩,০৩৩ জন। এর মধ্যে পুরুষ ২৭,২৪৪ জন এবং মহিলা ২৫,৭৮৯ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাঙ্গুনিয়া উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব ৩২ কিলোমিটার। এর পূর্বে মরিয়মনগর ইউনিয়ন ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন; উত্তরে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন, পারুয়া ইউনিয়ন ও পোমরা ইউনিয়ন; পশ্চিমে পোমরা ইউনিয়ন এবং দক্ষিণে বেতাগী ইউনিয়ন, কর্ণফুলী নদী, সরফভাটা ইউনিয়ন ও শিলক ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
সম্পাদনারাঙ্গুনিয়া উপজেলার রাজনীতিবিদ খলিলুর রহমান চৌধুরী ও কামরুল ইসলাম চৌধুরী সহ অত্র অঞ্চলের সুশীল সমাজের একান্ত প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জুলাই ৮, ২০০০ সালে[৩] এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে রাঙ্গুনিয়া পৌরসভা গঠিত হয়। তখন পৌরসভার পৌর প্রশাসক হিসেবে জনাব খলিলুর রহমান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়। জনাব নুরুল আমিন রাঙ্গুনিয়া পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান পরবর্তীতে পৌরমেয়র।
প্রশাসনিক এলাকা
সম্পাদনারাঙ্গুনিয়া পৌরসভা জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি একটি 'খ' শ্রেণীর পৌরসভা। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | গ্রাম/এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর নোয়াগাঁও |
২নং ওয়ার্ড | দক্ষিণ নোয়াগাঁও |
৩নং ওয়ার্ড | ইছাখালী |
৪নং ওয়ার্ড | দক্ষিণ ঘাটচেক |
৫নং ওয়ার্ড | উত্তর ঘাটচেক |
৬নং ওয়ার্ড | রাঙ্গুনিয়া |
৭নং ওয়ার্ড | মুরাদনগর |
৮নং ওয়ার্ড | সৈয়দবাড়ী |
৯নং ওয়ার্ড | ইছামতি |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনারাঙ্গুনিয়া পৌরসভায় সাক্ষরতার হার ৭০%।[২] এ পৌরসভায় ৩টি কলেজ, ২টি মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- ঘাটচেক উচ্চ বিদ্যালয়
- বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়
- রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়
- রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ
- রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ঘাটচেক হাজী মোহাম্মদ ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুলকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছদর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সৈয়দবাড়ী সফিয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মানন্দ বৌদ্ধ অনাথালয় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম ইকবাল জাকির হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম জাকির একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সৈয়দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- উপজেলা শিশুমেলা কেজি স্কুল
- কুলকুরমাই হরদয়া কেজি স্কুল
- ঘাটচেক কেজি স্কুল
- মুরাদপুর রহমানিয়া তা'লিমুল কোরআন একাডেমী
- রাঙ্গুনিয়া আইডিয়াল কেজি স্কুল
- রাঙ্গুনিয়া প্রি-ক্যাডেট কেজি স্কুল
- সিডনী ইন্টারন্যাশনাল স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনারাঙ্গুনিয়া পৌরসভার প্রধান সড়ক চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে।
স্বাস্থ্য
সম্পাদনারাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকায় ৫০ শয্যাবিশিষ্ট ১টি উপজেলা কমপ্লেক্স রয়েছে। এছাড়াও অন্যান্য বেসরকারি ক্লিনিক রয়েছে।
নদ-নদী
সম্পাদনারাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ পাশ দিয়ে কর্ণফুলী এবং মধ্যাংশ দিয়ে ইছামতি নদী বয়ে চলেছে।
হাট-বাজার
সম্পাদনারাঙ্গুনিয়া পৌরসভার প্রধান প্রধান হাট/বাজারগুলো হল রোয়াজার হাট, গোচরা বাজার, ইছাখালী বাজার এবং গোডাউন গরুর বাজার।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- জাকির হোসাইন –– পূর্ব পাকিস্তানের গভর্নর।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান পৌর মেয়র: শাহজাহান সিকদার[৪]
- পূর্ববর্তী মেয়রগণ
- নুরুল আমিন
- খলিলুর রহমান চৌধুরী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ http://180.211.159.2/PortalUI/PopulationEnlishment.aspx?paurashavaID=224[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রাঙ্গুনিয়া পৌরসভা সম্পর্কে"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "পৌর নির্বাচনের ফলাফল: চট্টগ্রামে আওয়ামী লীগের দশ-এ-দশ - RTM News 24"। RTM News 24।