রাগ মেঘ
মেঘ একটি হিন্দুস্থানী শাস্ত্রীয় রাগ।
তত্ত্ব
সম্পাদনাআরোহণ এবং অবরোহণ
সম্পাদনাআরোহণ সা ক্ষা রে ক্ষা পা ণি র্সা
অবরোহণ র্সা ণি পা ক্ষা রে ক্ষা রে সা
বাদী ও সমবাদী
সম্পাদনাএই রাগে বাদী স্বর সা এবং সমবাদী স্বর পা। রে প্রচুর ব্যবহৃত হলেও সবসময় মা -এর পরে ব্যবহৃত হয়। ণি সর্বদা পা -এর পরে ব্যবহৃত হয়।
পকড়
সম্পাদনারে - রে -্সা -ণি - সা -ক্ষা - রে- পা - ক্ষা - রে - ণি - সা
জাতি ও সম্পর্ক
সম্পাদনাসংশ্লিষ্ট রাগগুলোর মধ্যে মল্লার পরিবারের মেঘ মল্লার, মিয়া কি মল্লার, গৌড় মল্লার,রামদাসী মল্লার,ধুলিয়া মল্লার ইত্যাদি উল্লেখযোগ্য পাশাপাশি কাফি ঠাটের মধ্মদ সারঙ্গ উল্লেখযোগ্য।
চলন
সম্পাদনাসময়
সম্পাদনাগভীর রাত্রি
ঋতু
সম্পাদনারাগ মেঘ প্রধানত বর্ষাকালের সাথে সম্পর্কযুক্ত।
ঐতিহাসিক তথ্য
সম্পাদনাউৎস
সম্পাদনারাগ মেঘ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে প্রাচীন রাগগুলোর মধ্যে একটি। এটি প্রধান ছয় রাগ ও ছত্রিশ রাগিণীর অন্তর্গত।
গুরুত্বপূর্ণ রেকর্ডিং
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাThe Raga Guide: A Survey of 74 Hindustani Ragas. Zenith Media, London: 1999.
Ramashreya Jha explains difference between Sarang and Megh http://www.parrikar.org/hindustani/sarang/