রাখি বিড়লা
রাখি বিড়লা (জন্ম ১৯৮৭) একজন ভারতীয় রাজনীতিক। তিনি আম আদমি পার্টির সদস্য। ২০১৩ সালের দিল্লী বিধানসভার নির্বাচনে রাখি বিড়লা দিল্লীর মংগলপুরী বিধানসভা কেন্দ্র থেকে বিধায়িকা হিসাবে নির্বাচিত হন।[২] রাখি আম আদমী পার্টি থেকে জয় লাভ করা কনিষ্ঠতম বিধায়ক এবং তিনি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে গঠিত দিল্লীর মন্ত্রীসভায় নারী ও শিশু, সমাজ কল্যাণ এবং ভাষা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। ১০ জুন ২০১৬ থেকে বিড়লা দিল্লী বিধানসভার ডেপুটি স্পীকার পদে আসীন। দিল্লী বিধানসভার সর্বকনিষ্ঠ ডেপুটি স্পীকার তিনি৷ [৩]
রাখি বিড়লা | |
---|---|
দিল্লী বিধানসভার ডেপুটি স্পীকার[১] | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১০ জুন ২০১৬ | |
পূর্বসূরী | বন্দনা কুমারী, আম আদমি পার্টি |
নির্বাচনী এলাকা | মংগলপুরী বিধানসভা কেন্দ্র |
দিল্লী বিধানসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৮ ডিসেম্বর ২০১৩, পুনরায় ১০ ফেব্রুয়ারি ২০১৫ | |
পূর্বসূরী | রাজ কুমার চৌহান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৮৭ (বয়স ৩৭–৩৮) |
রাজনৈতিক দল | আম আদমি পার্টি |
বাসস্থান | দিল্লী |
দফতর | দিল্লী বিধানসভার ডেপুটি স্পীকার; প্রাক্তন নারী ও শিশু, সমাজ কল্যাণ এবং ভাষা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী |
প্রারম্ভিক জীবন
সম্পাদনারাখি বিড়লার জন্ম হয়েছিল দিল্লীতে। তার পিতা ভূপেন্দ্র সিং বিধলান ও মাতা শীলা। তার দশম শ্রেণীর প্রশংসাপত্রে স্কুল কর্মকর্তারা ভুলক্রমে তার পদবী 'বিধলান'এর পরিবর্তে 'বিড়লা' লেখায় তিনি বিড়লা পদবীটিই গ্রহণ করেন। [৪] পিতামাতার চার কন্যা সন্তানের মধ্যে রাখি কনিষ্ঠতম। তিনি গণসংযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী। রাখির পরিবারের পূর্বের চারটি প্রজন্মই সমাজসেবার সাথে জড়িত। তার প্রপিতামহ সমাজসেবক হওয়ার সাথে সাথে তার পিতামহ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ছিলেন।[৪][৫][৬]
কর্মজীবন
সম্পাদনারাজনীতিতে প্রবেশের আগে রাখি একটা ব্যক্তিগত বার্তা টেলিভিশন চ্যানেলের (জৈন টিভি) সাংবাদিক হিসাবে কর্মজীবন আরম্ভ করেছিলেন। কয়েকটি সমাজসেবী সংগঠনের সাথে যৌথভাবে কর্মরত রাখি তার নিজের সম্প্রদায় - বাল্মিকী সম্প্রদায়ের হয়েও কাজ করেন।[৫]
রাজনৈতিক জীবন
সম্পাদনা২০১৩ সালের দিল্লী বিধানসভার নির্বাচনে রাখি তার প্রতিদ্বন্দ্বী কোটিপতি প্রার্থী রাজ কুমার চৌহান ১০,৫৮৫ টা ভোটের ব্যবধানে পরাস্ত করেন । চৌহান শীলা দীক্ষিত নেতৃত্বাধীন সরকারের গড়কাপ্তানি বিভাগের মন্ত্রী ছিলেন ও ১৯৯৩ সাল থেকে পরপর চারবার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে দিল্লী বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন।[৬] রাখি বিড়লা দিল্লীর ইতিহাসের কনিষ্ঠতম ক্যাবিনেট মন্ত্রী ছিলেন।
২০১৪ লোকসভা নির্বাচনে, তিনি ভারতের অন্যান্য প্রার্থীদের তুলনায় সর্বোচ্চ ভোট পেয়ে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। ১০ জুন ২০১৬ থেকে বিড়লা দিল্লী বিধানসভার ডেপুটি স্পীকার পদে আসীন। দিল্লী বিধানসভার সর্বকনিষ্ঠ ডেপুটি স্পীকার তিনি৷[৭][৮]
আসীন পদসমূহ
সম্পাদনা- দিল্লী বিধানসভার ডেপুটি স্পীকার (১০ জুন ২০১৬ থেকে)
- প্রাক্তন নারী ও শিশু, সমাজ কল্যাণ এবং ভাষা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী
- আম আদমি পার্টির জাতীয় এক্সিকিউটিভের সদস্য।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.hindustantimes.com/delhi/rakhi-birla-set-to-be-next-deputy-speaker-of-delhi-assembly/story-yd3s3Bn97wk8C0FTRPLhXO.html
- ↑ "Assembly election results: Meet Aam Aadmi Party's 'giant killers'" (ইংরেজি ভাষায়)। এনডিটিভি পোর্টাল। 10 December। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "Arvind Kejriwal's Aam Aadmi Party picks its ministers" (ইংরেজি ভাষায়)। এনডিটিভি পোর্টাল। ২৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ ক খ "Rakhi Birla: The youngest minister in Kejriwal's cabinet"। The Hindu (ইংরেজি ভাষায়)।
- ↑ ক খ "Meet Aam Aadmi Party winners: Politicians with a difference" (ইংরেজি ভাষায়)। Deccan Chronicle। ১০ ডিসেম্বর ২০১৩।
- ↑ ক খ http://www.ndtv.com/elections/article/assembly-polls/delhi-assembly-gets-only-three-women-members-all-belong-to-aam-aadmi-party-456264
- ↑ "AAP withdraws its Candidate from Lok Sabha Polls over Criminal Charges"। IANS (ইংরেজি ভাষায়)। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৪।
- ↑ http://indianexpress.com/article/india/politics/two-aap-nominees-pull-out-one-says-rakhi-birla-asked-him-for-rs-7-lakh/
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- রাখি বিড়লা - মংগলপুরী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০১৩ তারিখে (ইংরেজি)