রাখাল বন্ধু
রাখাল বন্ধু ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত এবং ইবনে মিজান[১] পরিচালিত একটি সাদা কালো যুগের বাংলা চলচ্চিত্র। এটি বাংলাদেশ জন্ম নেবার আগের বিখ্যাত চলচ্চিত্রগুলোর একটি। বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম শেক্সপিয়রের নাটক 'ম্যাকবেথ' এর উপর ভিত্তি করে এটি নির্মিত হয়েছে, যাতে পরিচালক ইবনে মিজান নিজেই কিছু গ্রাম্য লোককাহিনীর সংমিশ্রন ঘটিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন। এতে অভিনয় করেছেন সুজাতা, সুচন্দা, আনোয়ার হোসাইন, আনিস এবং আজিমসহ আরো অনেকেই।
রাখাল বন্ধু | |
---|---|
পরিচালক | ইবনে মিজান |
প্রযোজক | ইবনে মিজান |
চিত্রনাট্যকার | ইবনে মিজান |
উৎস | ম্যাকবেথ (নাটক) উইলিয়াম শেক্সপিয়র |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | মনসুর আহমেদ |
চিত্রগ্রাহক | এম হাসান |
সম্পাদক | শহিদুল ইসলাম |
প্রযোজনা কোম্পানি | বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পারেশন, ঢাকা, বাংলাদেশ |
পরিবেশক | আইডিয়াল পিকচার'স |
মুক্তি | ১০ই মার্চ, ১৯৬৮ ইং |
স্থিতিকাল | ১৪৬ মিনিট |
দেশ | পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
ভাষা | বাংলা |
কাহিনীসংক্ষেপ
সম্পাদনাচরিত্র এবং কুশীলবগণ
সম্পাদনানিচে সমস্ত কলাকুশলীদের তালিকা প্রদান করা হলো।[২]
মূল ভূমিকায়
সম্পাদনাপার্শ্বচরিত্র
সম্পাদনা- সুচন্দা - ফুলভানুর ভূমিকায়
- শামস ইরানী
- জামাল ইউসুফ
- মালেক মনসুর
- সাজ্জাদ লতিফ
- আভা
- আনিস
- হুমায়ুন
- মালেকা
- রহিমা
- মাসকা
- মাঃ অপু
- বেবি রিতা
- বেবি রিনা
- পান্না
- অসিত
- কাশেম উমরী
অতিথি শিল্পী
সম্পাদনা- আনোয়ার হোসেন
- রোজি সামাদ
- মান্নান
- আনোয়ারা জামাল
- ইনাম আহমেদ
সঙ্গীত পরিচালনায়
সম্পাদনাগীতিকার
সম্পাদনা- নূরুল ইসলাম (লাল)
কন্ঠ সঙ্গীত
সম্পাদনা- শাহনাজ বেগম
- নীনা হামিদ
- মৌসুমী কবির
- আব্দুল রউফ
যন্ত্র সঙ্গীত
সম্পাদনা- আলাউদ্দিন লিটল অর্কেষ্ট্রা
শব্দ গ্রহণ
সম্পাদনা- মালিক মনসুর
পুনঃনির্মাণ
সম্পাদনাবাংলাদেশ
সম্পাদনাবাংলাদেশে ১৯৮৬ সালে উক্ত সাদা কালো চলচ্চিত্রের রঙিন সংস্করণ নির্মিত হয়, যার নাম দেওয়া হয় "রঙিন রাখাল বন্ধু"! যেটা পরিচালনা করেছেন "রাখাল বন্ধু"র -ই পরিচালক ইবনে মিজান এবং প্রযোজনা করেছেন এ কে এম জাহাঙ্গীর খান। এতে অভিনয় করেছেন বাংলাদেশের সাত্তার, জিনাত, মনিকাসহ আরো অনেকে। এতে বাংলাদেশের পল্লীকবি জসীমউদদীন সঙ্গীত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।[৩]
ভারত
সম্পাদনাভারতে ১৯৯৫ সালে চলচ্চিত্রটির "রাখাল রাজা" শিরোনামের নতুন সংস্করণ নির্মাণ করা হয়। যেটা পরিচালনা করেছেন সানাত দত্ত। যাতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত, টেলি সামাদ সহ অনেকেই।
যাতে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত, কৌশিক চ্যাটার্জি, টেলি সামাদ সহ অনেকেই অভিনয় করেছেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আন্তর্জাতিক সিনেমার ডাটাবেজে রাখাল বন্ধু চলচ্চিত্র সম্পর্কে"।
- ↑ "বাংলাদেশী সিনেমার ডাটাবেজে রাখাল বন্ধু সম্পর্কে"। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।
- ↑ "Rongin Rakhal Bondhu | Full Movie | Sattar | Jinat | Monika | Bangla Classical Movie"।
- ↑ "Rakhal Raja | রাখাল রাজা | Bengali Romantic Movie | English Subtitle | Chiranjeet, Rituparna"।