রাখালী
রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীম উদ্দীনের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই।
লেখক | জসীম উদ্দীন |
---|---|
প্রচ্ছদ শিল্পী | নন্দলাল বসু |
দেশ | ব্রিটিশ ভারত বাংলাদেশ ,ভারত |
ভাষা | বাংলা |
ধরন | কবিতা |
প্রকাশক | পলাশ |
পৃষ্ঠাসংখ্যা | ৬৮ |
আইএসবিএন | ৯৮৪-৪৬০-০৬০-X |
জসীম উদ্ দীনয়ের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছ। বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়। প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্ঠা সংখ্যা ৬৮। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে।[১]
কবিতার নাম
সম্পাদনাবইটিতে ১৯টি কবিতা আছে এর মধ্য কবর কবিতাটি বেশ জনপ্রিয় হয়। ২টি কবিতা গান এর সুরে গান হিসেবে প্রচলিত।
- রাখালী
- সিঁদুরে বেসাতি (মেয়েলি গানের সুর)
- কিশোরী
- বৈদেশী বন্ধু (গান বারমাসি)
- রাখাল ছেলে
- কবর
- মা
- সুজন বন্ধুরে (গান)
- বৈরাগী আর বোস্টমী যায়
- জেলে গাঙে মাছ ধরিতে যায়
- মনই যদি নিবি
- পল্লি জননী
- পাহাড়িয়া
- শাক তুলুনী
- কৃষান-দুলালি
- গহীন গাঙের নায়া
- তরুণ কিশোর
- মনা শেখ
- বোশেখ শেষের মাঠ