রাইনোসারোস

স্তন্যপায়ীর গণ

রাইনোসারোস হল এক শিং বিশিষ্ট গন্ডারের একটি প্রজাতি। প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ১৭৫৮ সালে সুইডিশ ট্যাক্সোনমিস্ট কার্ল লিনিয়াস প্রস্তাব করেছিলেন। এর দুটি প্রজাতি রয়েছে, ভারতীয় গন্ডার (রাইনোসারোস ইউনিকর্নিস) এবং জাভান গন্ডার (রাইনোসারোস সোন্ডাইকাস)। উভয় জাতটি শিকার জনিত হামলার হচ্ছে, কিন্তু জাভান গন্ডার বিশ্বের সবচেয়ে বিপন্ন বৃহৎ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি। মাত্র ৬০টি গণ্ডার জাভাতে (ইন্দোনেশিয়া) বেঁচে আছে। 'রাইনোসারোস' শব্দটি গ্রীক ভাষার, যার অর্থ "নাক-শিং"।

রাইনোসারোস
সময়গত পরিসীমা: প্লিওসিন-হলোসিন
ভারতীয় গণ্ডার
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: পেরিসোডাক্টিলা
পরিবার: রাইনোসেরোটিডে
গণ: রাইনোসারোস

তথ্যসূত্র

সম্পাদনা