রয়্যাল আর্মার্ড কর্পস
রয়্যাল আর্মার্ড কর্পস (ইংরেজি: Royal Armoured Corps) বা আরএসি হল ব্রিটিশ সেনাবাহিনীর একটি অঙ্গ। আরএসি ও হাউসহোল্ড ক্যাভালরি ব্রিটিশ সেনাবাহিনীকে চ্যালেঞ্জার ২ ট্যাংক ও স্কিমিটার রিকনাইসেন্স ভেহিকল সহ সামরিক যানবাহনের জোগান দেয়। বাহিনীর অধিকাংশ আর্মার্ড রেজিমেন্ট আরএসি-র অংশ, যার মধ্যে রয়্যাল ট্যাংক রেজিমেন্ট এবং পুরনো অশ্বারোহী বাহিনী থেকে রূপান্তরিত রেজিমেন্টগুলিও অন্তর্গত।[২] বর্তমানে এটি বারোটি রেজিমেন্ট নিয়ে গঠিত – আটটি নিয়মিত ও চারটি ইয়োম্যানরি। হাউসহোল্ড ক্যাভালরি রেজিমেন্ট (দ্য লাইফ গার্ডস ও দ্য ব্লুজ অ্যান্ড রয়্যালস) বর্তমানে আর্মার্ড হলেও আরএসি-র অঙ্গ নয়।[৩]
রয়্যাল আর্মার্ড কর্পস | |
---|---|
সক্রিয় | ১৯৩৯ – বর্তমান |
দেশ | যুক্তরাজ্য |
শাখা | ব্রিটিশ সেনাবাহিনী |
ধরন | সেনাবাহিনীর আর্মার্ড কর্পস |
ভূমিকা | আর্মার্ড |
আকার | ১৩টি রেজিমেন্ট |
গ্যারিসন/সদরদপ্তর | বোভিংটন গ্যারিসন |
যানবাহন | চ্যালেঞ্জার ২, এফভি১০৭ স্কিমিটার, অ্যাজাক্স |
ওয়েবসাইট | www |
কমান্ডার | |
কর্নেল কম্যান্ড্যান্ট | লেফটানেন্ট-জেনারেল স্যার এডওয়ার্ড স্মিথ-অসবোর্ন কেসিভিও সিবিই[১] |
প্রতীকসমূহ | |
নামসংক্ষেপ | আরএসি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Colonels and Colonel Commandants" (পিডিএফ)। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Forty p. 63.
- ↑ "War Office and Ministry of Defence: Royal Armoured Corps: Correspondence and Reports"।
- Forty, George (১৯৯৮)। British Army Handbook 1939–1945। Sutton Publishing। আইএসবিএন 0-7509-1403-3।
- Heyman, Charles (২০১৩)। The British Army: A Pocket Guide, 2012-2013। Pen & Sword Military।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে রয়্যাল আর্মার্ড কর্পস সংক্রান্ত মিডিয়া রয়েছে।