রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা

বাংলাদেশের ঢাকা জেলার বনানীতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
(রয়াল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে পুনর্নির্দেশিত)

রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা (আরইউডি) বাংলাদেশের ঢাকা জেলার বনানীতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩০ জুলাই ২০০৩ সালে এর একাডেমিক কার্যক্রমগুলো অনুমোদন করে এবং ৩০ আগস্ট ২০০৩ সালে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর অধীনে আরইউডিকে অনুমোদন দেয়। [] আরইউডি ২০০৪ সালে কাজ শুরু করে। ডাঃ মমতাজ বেগম এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। শিক্ষাঙ্গনটি স্থায়ীভাবে অবস্থিত ৪০৪, তেজগাঁও, ঢাকা ১২০৮।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা
ধরনবেসরকারি
স্থাপিত২০০৩ (2003)
প্রতিষ্ঠাতাডক্টর. মমতাজ বেগম এবং ডক্টর. এইচ.বি.এম. ইকবাল
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বাংলাদেশ)
ইআইআইএন১৩৬৬৬৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
চেয়ারম্যানমমতাজ বেগম
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মজুমদার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪৫
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২১
শিক্ষার্থী২০০০ (প্রায়) ২০২৩, গ্রীষ্ম অনুসারে
অবস্থান
তেজগাঁও, ঢাকা
,
ঢাকা
,
১২১৩
,
২৩°৪৭′৩৪″ উত্তর ৯০°২৪′২৪″ পূর্ব / ২৩.৭৯২৮° উত্তর ৯০.৪০৬৬° পূর্ব / 23.7928; 90.4066
শিক্ষাঙ্গনশহর
ভাষাইংরেজি
পোশাকের রঙ  লাল
ওয়েবসাইটwww.royal.edu.bd
মানচিত্র

উপাচার্য

সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

শিক্ষাদান

সম্পাদনা

রয়্যাল ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন (বিবিএ), হোটেল ব্যবস্থাপনা ও পর্যটন (এইচএমটি), অর্থনীতি, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি (সিএসআইটি), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), এবং শিক্ষায় (বি.এড) চার বছরের স্নাতক ডিগ্রি প্রদান করে। এর স্নাতকোত্তর কার্যক্রম গুলো হলো ব্যবসায় প্রশাসন (এমবিএ), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে মাস্টার্স (এমএসসিএসই), গ্রন্থাগার পরিচালনা ও তথ্য বিজ্ঞানে মাস্টার্স অব সাইন্স (এমএসএলএমআইএস) এবং শিক্ষায় মাস্টার্স অব আর্টস (এম.এড)।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

সম্পাদনা
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে বি.এসসি. (দিন/সন্ধ্যা)
  • কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে বি.এসসি. (দিন/সন্ধ্যা)
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে এম.এস.সি
  • গ্রন্থাগার পরিচালনা ও তথ্য বিজ্ঞানে এম.এস.সি

নিম্নলিখিত প্রধান বিষয়গুলো উপর আরইউডি তে সিএসই কার্যক্রমে শিক্ষাদান করা হয় :

  • সফটওয়্যার ডিজাইনিং ও ডেভলপমেন্ট
  • ওয়েব সলিউশন
  • তথ্য যোগাযোগ
  • নেটওয়ার্কিং
  • হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ
  • তথ্য বিজ্ঞান

ব্যবসায় প্রশাসন অনুষদ

সম্পাদনা
  • বিবিএ (দিবা/সন্ধ্যা)
  • এমবিএ (দিবা/সন্ধ্যা)
  • এক্সিকিউটিভ এমবিএ

নিম্নলিখিত প্রধান বিষয়গুলো উপর আরইউডি তে বিবিএ কার্যক্রমে শিক্ষাদান করা হয় :

  • মানব সম্পদ ব্যবস্থাপনা
  • ব্যবসা অর্থনীতি
  • অর্থায়ন
  • মার্কেটিং
  • হিসাবরক্ষণ

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ

সম্পাদনা
  • ইংরেজিতে বি.এ.
  • হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনে ব্যাচেলর (বিএইচএমটি)
  • কলা শিক্ষায় স্নাতক (বি.এড)
  • কলা শিক্ষায় মাস্টার (এম.এড। )

ইংরেজি শিক্ষা বিভাগটি আরইউডির অন্যতম বিভাগ, যেটি স্নাতক স্তরে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এর বিএ (অনার্স) পাঠ্যক্রমটি সাহিত্য এবং ভাষাতত্ত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করে।

ছাত্রজীবন

সম্পাদনা

আরউডিতে নিম্নলিখিত নয়টি ছাত্র সংঘ রয়েছে:[]

  • ব্যবসায় সংঘ
  • কম্পিউটার সংঘ
  • সাংস্কৃতিক সংঘ
  • বিতর্ক সংঘ
  • চলচ্চিত্র ও নাটক সংঘ
  • ফটোগ্রাফি সংঘ
  • সমাজ কল্যাণ সংঘ
  • ক্রীড়া সংঘ
  • পর্যটন সংঘ

পাদটিকা

সম্পাদনা
  1. "Private University Act, 1992"Südasien-Institut। ২৫ এপ্রিল ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  2. "Student Clubs"Royal University of Dhaka 

বহিঃসংযোগ

সম্পাদনা