রমেশচন্দ্র মজুমদার

বাঙালি ইতিহাসবেত্তা

অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার (১৮৮৮- ১৯৮০) একজন বাঙালি ইতিহাসবিদ। তিনি সচরাচর আর, সি, মজুমদার নামে অভিহিত। তিনি ১৯৩৬ থেকে ১৯৪২ সালে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[] ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ আর.সি. মজুমদার প্রাচীন ভারতের ইতিহাসের উপর অনেক কাজ করেছেন।[] তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসের উপরও অনেক কাজ করেন।[]

রমেশচন্দ্র মজুমদার
জন্ম৪ ডিসেম্বর, ১৮৮৮
মৃত্যু১২ ফেব্রুয়ারি ১৯৮০(1980-02-12) (বয়স ৯১)
অন্যান্য নামআর. সি. মজুমদার
পেশাঅধ্যাপক
নিয়োগকারীঢাকা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণইতিহাসবিদ
উপাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
মেয়াদ১৯৩৭-১৯৪২
পূর্বসূরীআহমেদ ফজলুর রহমান
উত্তরসূরীঅধ্যাপক মাহমুদ হাসান

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

তিনি ১৮৮৮ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশের বর্তমান গোপালগঞ্জ জেলার (তৎকালীন ফরিদপুর জেলা) মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হলধর মজুমদার, মাতার নাম বিন্দুমুখী। ১৯০৯ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে স্নাতক ও ১৯১১ সালে স্নাতোকত্তর লাভ করেন। এরপরে তিনি হরপ্রসাদ শাস্ত্রীর অধীনে ইতিহাস নিয়ে গবেষণা শুরু করেন। ১৯১২ সালে অন্ধ-কুষান কাল অভিসন্দর্ভের জন্য ১৯১২ সালে প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি পান। ১৯২৮ সালে লন্ডনের British Museum, লেইডেনের kern Institute প্যারিসের Bibliothèque Nationale এ পড়াশোনা করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯১৬ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে তার কর্মজীবন শুরু হয়। ১৯১৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯১৯ সালে "Corporate life in ancient India" শীর্ষক পিএইচডি গবেষণা প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তিনি নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯২৪ সালে Early History of Bengal রচনা করেন। ১৯২৭ সালে তিনি ভিয়েতনামের ইতিহাসের উপরে "চম্পা" নামক একটি পুস্তক, ও ভারতের ইতিহাসের উপরে Ancient India নামক একটি বই রচনা করেন।

প্রকাশনা

সম্পাদনা

মৃত্যু

সম্পাদনা

রমেশচন্দ্র মজুমদার ১১ ফেব্রুয়ারি ১৯৮০ তারিখে কলকাতায় মৃত্যুবরণ করেন।[]

পুরস্কার

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইতিহাস বিভাগ- ঢাকা বিশ্ববিদ্যালয়"ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  2. সাহা, পঙ্কজ। "'নেতাজির জন্যেই দেশ স্বাধীন হয়েছে'"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  3. Basa, Kishor K. (১৯৯৮)। "Indian Writings on Early History and Archaeology of Southeast Asia: A Historiographical Analysis"Journal of the Royal Asiatic Society (ইংরেজি ভাষায়)। 8 (3): 395–410। আইএসএসএন 1474-0591ডিওআই:10.1017/S135618630001049X 
  4. "মজুমদার, রমেশচন্দ্র - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  5. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; দ্বিতীয় সংস্করণ: ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা: ৩৪৫, আইএসবিএন ৯৮৪-০৭-৪৩৫৪-৬

বহি:সংযোগ

সম্পাদনা