রমাপ্রসাদ চন্দ
বাঙালি ইতিহাসবিদ
রমাপ্রসাদ চন্দ (১৫ আগস্ট ১৮৭৩ - ২৮ মে ১৯৪২) ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ। তিনি ১৯১০ সালে রাজশাহী অঞ্চলের অপর দুই পুরাকীর্তি ও বিদ্যাত্সাহী ব্যক্তি শরৎ কুমার রায় এবং অক্ষয়কুমার মৈত্রেয়-এর সাথে একত্রে প্রতিষ্ঠা করেন বরেন্দ্র অনুসন্ধান সমিতি এবং পরবর্তীতে ১৯১৯ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর।
রমাপ্রসাদ চন্দ | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৮ মে ১৯৪২ | (বয়স ৬৮)
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
পেশা | ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ |
প্রকাশনা
সম্পাদনা- Gaudarajmala, Rajshahi: Varendra Research Society (১৯১২)
- Indo Aryan Races, Rajshahi: Varendra Research Society (১৯১৬)
- Letters and Documents Relating to the Life of Raja Rammohan Roy
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিউক্তিতে রমাপ্রসাদ চন্দ সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।