রবের্তো গায়োন
রবের্তো গায়োন মার্কেস (স্পেনীয়: Roberto Gayón; ১ জানুয়ারি ১৯০৫ – ১ জানুয়ারি ২০০৬; এছাড়াও রবের্তো গায়োন নামে সুপরিচিত) একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আমেরিকা এবং মেক্সিকোর হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[১]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রবের্তো গায়োন মার্কেস | ||
জন্ম | ১ জানুয়ারি ১৯০৫ | ||
জন্ম স্থান | সান হোসে, কোস্টা রিকা | ||
মৃত্যু | ১ জানুয়ারি ২০০৬ | (বয়স ১০১)||
মৃত্যুর স্থান | মেক্সিকো সিটি, মেক্সিকো | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯২০–১৯৪০ | আমেরিকা | ||
জাতীয় দল | |||
১৯৩০ | মেক্সিকো | ২ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
১৯২০–২১ মৌসুমে, মেক্সিকীয় ফুটবল ক্লাব আমেরিকার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন; আতলান্তে প্রায় ২০ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছিলেন।
১৯৩০ সালে, মার্কেস মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি মাত্র ২টি ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করছিলেন। তিনি মেক্সিকোর হয়ে ১৯৩০ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাফ্রান্সিস্কো গার্সা গুতিয়েরেস ১৯০৫ সালের ১লা জানুয়ারি তারিখে, কোস্টা রিকার সান হোসেতে জন্মগ্রহণ করেছিলেন এবং ২০০৬ সালের ১লা জানুয়ারি তারিখে ১০১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনাদল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
মেক্সিকো | ১৯৩০ | ২ | ১ |
আন্তর্জাতিক গোল
সম্পাদনাগোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ১৯ জুলাই ১৯৩০ | এস্তাদিও সেন্সেনারিও, মোন্তেবিদেও, উরুগুয়ে | আর্জেন্টিনা | ৩–৫ | ৩–৬ | ১৯৩০ ফিফা বিশ্বকাপ | [২] |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- রবের্তো গায়োন – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- সকারওয়েতে রবের্তো গায়োন (ইংরেজি)