রবি নারায়ণ রেড্ডি

ভারতীয় রাজনীতিবিদ, সমাজ সংস্কারক

রবি নারায়ণ রেড্ডি ( ৫ জুন ১৯০৮ - ৭ সেপ্টেম্বর ১৯৯১) ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, সমাজসেবক, কৃষক নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি উসমান আলি খান, সপ্তম আসাফ জাহ-এর শাসনের বিরুদ্ধে তেলেঙ্গানা বিদ্রোহের নেতা ছিলেন। জনহিতৈষী, সমাজ সংস্কারক রেড্ডি [] ছিলেন সংসদ সদস্যও। তেলেঙ্গানায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তেলেঙ্গানায় বিখ্যাত হন। [] রবি নারায়ণ রেড্ডি ১৯৪১ খ্রিস্টাব্দে অন্ধ্র মহাসভার চেয়ারম্যান হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। [] ১৯৯২ খ্রিস্টাব্দে ভারত সরকার পাবলিক অ্যাফেয়ার্সে তার অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান প্রদান করে। []

রবি নারায়ণ রেড্ডি
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৬২ – ১৯৬৭
পূর্বসূরীদেবুলাপল্লী ভেঙ্কটেশ্বর রাও
উত্তরসূরীমোহাম্মদ ইউনুস সেলিম
নির্বাচনী এলাকানালগোণ্ডা
ব্যক্তিগত বিবরণ
জন্ম( ১৯০৮-০৬-০৫)৫ জুন ১৯০৮
বোলেপল্লী, হায়দ্রাবাদ রাজ্য, ব্রিটিশ ভারত
(বর্তমানে তেলেঙ্গানা, ভারত)
মৃত্যু৭ সেপ্টেম্বর ১৯৯১(1991-09-07) (বয়স ৮৩)
অন্ধ্রপ্রদেশ, ভারত
(বর্তমানে তেলেঙ্গানা, ভারত)
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি
পেশাভারতের স্বাধীনতা আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ
পুরস্কারপদ্মবিভূষণ (১৯৯২)

রবি নারায়ণ রেড্ডি এক সমৃদ্ধ জমিদার পরিবারের সন্তান ছিলেন, তবুও তিনি কৃষকের অধিকার এবং স্বার্থের জন্য সদা নিবেদিত ছিলেন। [] ছাত্রাবস্থায় তিনি ১৯৩০-৩৪ খ্রিস্টাব্দের আইন অমান্য আন্দোলনে যোগ দেন।

স্বাধীনতার পরবর্তী সময়ে

সম্পাদনা

১৯৫২ খ্রিস্টাব্দের ভারতীয় সাধারণ নির্বাচনে, রেড্ডি পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ( ভারতের নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির ছদ্মনাম ) হয়ে দাঁড়িয়েছিলেন এবং জওহরলাল নেহরুর চেয়ে বেশি ভোট পেয়ে এবং স্বাধীন ভারতে প্রথম সাংসদ হন। []

হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসে তেলেঙ্গানা শহীদ মেমোরিয়াল ট্রাস্ট রেড্ডির স্মরণে, রবি নারায়ণ রেড্ডি মেমোরিয়াল অডিটোরিয়াম কমপ্লেক্স-এ তার নামাঙ্কিত মিলনায়তন নির্মাণ করে। []

২০০৬ খ্রিস্টাব্দে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবি বর্ধনকে রবি নারায়ণ রেড্ডি মেমোরিয়াল ন্যাশনাল ফাউন্ডেশন পুরস্কার প্রদান করেন ।[]

ভারত সরকার ১৯৯২ খ্রিস্টাব্দের পাবলিক অ্যাফেয়ার্সে অবদান রাখার জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ (মরণোত্তর) প্রদান করে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Patil hints at payment of pension to freedom fighters". The Hindu 22 September 2004. Retrieved 27 March 2011
  2. Pavier, Barry (১৯৮১)। The Telengana Movement, 1944-51 (ইংরেজি ভাষায়)। Vikas। পৃষ্ঠা 85। আইএসবিএন 978-0-7069-1289-0 
  3. Innaiah, N. (২০০২)। A Century of Politics in Andhra Pradesh: Ethnicity & Regionalism in Indian State (ইংরেজি ভাষায়)। Rationalist Voice Publications। পৃষ্ঠা 59। 
  4. "Padma Awards - Interactive Dashboard"। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫ 
  5. "Ravi Narayana Reddy and the Peasant Agitation"। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৯ 
  6. Guha, Ramachandra (২০০৮)। India After Gandhi। Pan Macmillan India। পৃষ্ঠা Part2 – chapter 7.7। আইএসবিএন 978-0-330-50554-3 
  7. "Bardhan lashes out at critics of Left parties". The Hindu; 10 July 2006. Retrieved 27 March 2011