রবি চৌধুরী
রবী চৌধুরী একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী যিনি ১৯৯০-এর দশকে চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত তার ৬৪টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে।[১] এছাড়াও তিনি ৭০ থেকে ৮০টি বাংলাদেশী চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন।[১]
রবী চৌধুরী | |
---|---|
জন্ম | |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | সঙ্গীতশিল্পী |
দাম্পত্য সঙ্গী | ডলি সায়ন্তনী (বিচ্ছেদ)
|
সঙ্গীতজীবন
সম্পাদনারবী চৌধুরী মূলত জনপ্রিয়তা অর্জন করেন অডিও গানের মাধ্যমে। তার সঙ্গীতজীবনের প্রথম দিকে শুধু একটি অডিও অ্যালবাম টানা চার বছর বিক্রয় শীর্ষে থাকে। ঢাকা থেকে প্রকাশিত প্রথম অডিও অ্যালবাম 'প্রেম দাও নয় বিষ দাও' সুপার ডুপার হিট অ্যালবাম ছিল। এর পরও টানা এক দশক ধরে তার অডিও গানের অ্যালবাম সারাদেশে হিট ব্যবসা সফল ছিল।
রবী চৌধুরী প্রথম অডিও অ্যালবাম প্রকাশিত হয় ‘সেলেক্স’ নামক এক কোম্পানি থেকে।[১] তিনি চলচ্চিত্রের গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘আন্দোলন’ ও সর্বশেষ চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’।[১][২] রিমঝিম স্টুডিও নামে তার একটি স্টুডিও রয়েছে।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাব্যক্তিগত জীবনে রবি চৌধুরী তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রিফাত আরা রামিজা নামে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৩] এই দম্পতির এক কন্যা সন্তান রয়েছে। এরপূর্বে তিনি সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী ও অন্য আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যাদের সঙ্গে বিচ্ছেদ ঘটে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "জীবনের শেষ সম্বল ছিল হাতের একটি আংটি আর গায়ের কম্বল : রবি চৌধুরী"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ "সংগীত পরিচালক রবি চৌধুরী"। প্রথম আলো। ৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "ভালবাসা দিবসে বিয়ে করলেন রবি চৌধুরী"। বাংলাদেশ প্রতিদিন। ৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।