রবিন ম্যাককিনলি (জন্ম: ১৬ই নভেম্বর, ১৯৫২) একজন মার্কিন সাহিত্যিক যিনি মূলত রূপকথার গল্প ও উপন্যাস রচনা করে খ্যাতি অর্জন করেছেন। তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তার পদক বিজয়ী উপন্যাস দ্য হিরো অ্যান্ড দ্য ক্রাউন-এর জন্য। জন্মের সময় তার নাম ছিল জেনিফার ক্যারোলিন রবিন টারেল ম্যাককিনলি। তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন।

রবিন ম্যাককিনলি

রচনাবলী

সম্পাদনা
  • দ্য ব্লু সোর্ড (১৯৮২)
  • দ্য হিরো অ্যান্ড দ্য ক্রাউন (১৯৮৪)

প্রথাগত লোকসাহিত্য ও রূপকথা

সম্পাদনা
  • বিউটি (১৯৭৮)
  • দ্য ডোর ইন দ্য হেজ (১৯৮১)
  • দ্য আউটলস অফ শেরউড (১৯৮৮)
  • রোজ ডটার (১৯৯৭)
  • স্পিন্ড‌ল্‌স এন্ড (২০০০)
  • ইমাজিনারি ল্যান্ড্‌স (১৯৮৫)
  • রোয়ান (১৯৯২)
  • আ নট ইন দ্য গ্রেইন অ্যান্ড আদার স্টোরিস (১৯৯৬)
  • ডিয়ারস্কিন (১৯৯৩)
  • দ্য স্টোন ফেই (১৯৯৮)
  • ওয়াটার: টেইল্‌স অফ এলিমেন্টাল স্পিরিট্‌স (২০০২)
  • সানশাইন (২০০৩)
  • ড্রাগনহেভেন (২০০৭)