রোবের্তো সোলদাদো

স্পেনীয় ফুটবলার
(রবার্তো সোলান্দো থেকে পুনর্নির্দেশিত)

রোবের্তো সোলদাদো রিয়ো (ইংরেজি: Roberto Soldado Rillo); (স্পেনীয় উচ্চারণ: [roˈβerto solˈdaðo ˈriʎo]; জন্মঃ ২৭ মে ১৯৮৫) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়; যিনি একজন স্ট্রাইকার হিসেবে প্রিমিয়ার লিগ প্রতিযোগিতায় টেনহ্যাম হটস্পার এর হয়ে খেলে থাকেন।

রোবের্তো সোলদাদো
Roberto Soldado
সোলদাদো ২০১৩ সালে টটেনহামের হয়ে খেলছেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রোবের্তো সোলদাদো রিয়ো[]
জন্ম (1985-05-27) ২৭ মে ১৯৮৫ (বয়স ৩৯)
জন্ম স্থান ভালেনসিয়া, স্পেন
উচ্চতা ১.৭৯ মি (৫ ফু ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
টেনহ্যাম হটস্পার
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯০–২০০০ ডন বস্কো
২০০০–২০০২ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০২–২০০৬ রিয়েল মাদ্রিদ বি ১২০ (৬৪)
২০০৫–২০০৮ রিয়াল মাদ্রিদ ১৬ (২)
২০০৬–২০০৭ওসাসুনা (লোন) ৩০ (১১)
২০০৮–২০১০ হেতাফে ৬০ (২৯)
২০১০–২০১৩ ভালেনসিয়া ১০১ (৫৯)
২০১৩– টেনহ্যাম হটস্পার ২৮ (৬)
জাতীয় দল
২০০১ স্পেন অনূর্ধ্ব-১৫ (০)
২০০১–২০০৩ স্পেন অনূর্ধ্ব-১৭ ১৮ (১২)
২০০৩ স্পেন অনূর্ধ্ব-১৮ 3 (3)
২০০২–২০০৪ স্পেন অনূর্ধ্ব-১৯ (৫)
২০০৪–২০০৭ স্পেন অনূর্ধ্ব-২১ (৬)
২০০৭– স্পেন ১২ (৭)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক।

পরিসংখ্যান

সম্পাদনা
৩ মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[][]
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ মোট
এপস গোল এপস গোল এপস গোল এপস গোল
রিয়াল মাদ্রিদ বি ২০০২–০৩ ২৬ ২৬
২০০৩–০৪ ৩১ ১৬ ৩১ ১৬
২০০৪–০৫ ৩৪ ২১ ৩৪ ২১
২০০৫–০৬ ২৯ ১৯ ২৯ ১৯
মোট ১২০ ৬৩ ১২০ ৬৩
রিয়াল মাদ্রিদ ২০০৪–০৫
২০০৫–০৬ ১১ ১৭
মোট ১১ ১৯
ওসাসুনা ২০০৬–০৭ ৩০ ১১ ১১ ৪৪ ১৩
মোট ৩০ ১১ ১১ ৪৪ ১৩
রিয়াল মাদ্রিদ ২০০৭–০৮
মোট
হেতাফে ২০০৮–০৯ ৩৪ ১৩ ৩৪ ১৩
২০০৯–১০ ২৬ ১৬ ৩২ ২০
মোট ৬০ ২৯ ৬৬ ৩৩
ভালেনসিয়া ২০১০–১১ ৩৪ ১৮ ৪৪ ২৫
২০১১–১২ ৩২ ১৭ ১৩ ৫১ ২৭
২০১২–১৩ ৩৫ ২৪ ৪৬ ৩০
মোট ১০১ ৫৯ ১৩ ২৭ ১৭ ১৪১ ৮১
টটেনহ্যাম হটস্পার ২০১৩–১৪ ২৮ ৩৬ ১১
মোট ২৮ ৩৬ ১১
কর্মজীবনের সর্বমোট ৩৫৫ ১৭০ ৩১ ১২ ৪৮ ২৪ ৪৩৪ ২০৫
রিয়াল মাদ্রিদ
স্পেন
স্পেন অনূর্ধ্ব

ব্যক্তিগত

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Barclays Premier League squad numbers 2013/14"। Premier League। ১৬ আগস্ট ২০১৩। ২১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩ 
  2. Roberto Soldado – Performance data
  3. ইএসপিএন এফসিতে রোবের্তো সোলদাদো (ইংরেজি)

বহিঃসংযোগ

সম্পাদনা
পূর্বসূরী
নেই
সেগুন্দা ডিভিশন জারা ট্রফি উইনার
২০০৫–০৬
উত্তরসূরী
  মার্কাস মাকুইস
জন্য লাস পালমাস