রবার্ট মন্টগামারি (অভিনেতা)

মার্কিন অভিনেতা

রবার্ট মন্টগামারি (ইংরেজি: Robert Montgomery, /mɒntˈɡʌməri/; জন্ম: হেনরি মন্টগামারি জুনিয়র, ২১ মে ১৯০৪ - ২৭ সেপ্টেম্বর ১৯৮১) একজন মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক ছিলেন।[] তিনি মঞ্চে তার অভিনয় জীবন শুরু করেন এবং সেখান থেকে মেট্রো-গোল্ডউইন-মেয়ার তাকে চুক্তিবদ্ধ করে। শুরুতে তিনি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতেন, কিন্তু অচিরেই তিনি প্রমাণ করেন যে তিনি নাট্যধর্মী চরিত্রে অভিনয়েও সক্ষম। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তন্মধ্যে রয়েছে দ্য বিগ হাউজ (১৯৩০)-এ দুর্বল-চিত্তের কয়েদি, নাইট মাস্ট ফল (১৯৩৭)-এ আইরিশ হাতের কাজে পটু ব্যক্তি এবং হিয়ার কামস মিস্টার জর্ডান (১৯৪১)-এ ভুলক্রমে স্বর্গে পাঠানো মুষ্টিযোদ্ধা। শেষোক্ত দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দুইবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

রবার্ট মন্টগামারি
Robert Montgomery
১৯৩৯ সালে মন্টগামারি
জন্ম
হেনরি মন্টগামারি জুনিয়র

(১৯০৪-০৫-২১)২১ মে ১৯০৪
মৃত্যু২৭ সেপ্টেম্বর ১৯৮১(1981-09-27) (বয়স ৭৭)
নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণক্যান্সার
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯২৪-১৯৬০
দাম্পত্য সঙ্গীএলিজাবেথ গ্রান্ট হার্কনেস (বি. ১৯৫০)
সন্তান২ (এলিজাবেথ মন্টগামারি সহ)
পুরস্কারটনি পুরস্কার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ডানকার্ক থেকে সেনা প্রত্যাহার পর্যন্ত ফ্রান্সে অ্যাম্বুলেন্স চালাতেন। ১৯৪১ সালের ৮ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশের পর তিনি নৌবাহিনীতে তালিকাভুক্ত হন এবং নরমান্ডি আক্রমণে উপস্থিত ছিলেন। যুদ্ধের পর তিনি হলিউডে ফিরে যান এবং চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেন। তিনি ১৯৩৫ থেকে ১৯৩৮ এবং ১৯৪৬-১৯৪৭ সালে দুই মেয়াদে স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি ছিলেন। অভিনেত্রী এলিজাবেথ মন্টগামারি তার কন্যা।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

হেনরি মন্টগামারি জুনিয়র ১৯০৪ সালের ২১শে মে নিউ ইয়র্কের ফিশকিল ল্যান্ডিংয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা হেনরি মন্টগামারি সিনিয়র ও মাতা ম্যারি উইড মন্টগামারি (প্রদত্ত নাম: বার্নি)।[][]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
একাডেমি পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Variety obituary, September 30, 1981.
  2. R.E. Lee। "Robert Montgomery Biography"। The Earl of Hollywood। ১৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮ 
  3. "Elizabeth Montgomery's Family Tree"। Bewitched.net। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা