রবার্ট গ্রিমস্টন, ওয়েস্টবারির ১ম ব্যারন গ্রিমস্টন

ব্রিটিশ রাজনীতিবিদ

রবার্ট ভিলিয়ার্স গ্রিমস্টন, ওয়েস্টবারির ১ম ব্যারন গ্রিমস্টন, ১ম ব্যারোনেট (৮ জুন ১৮৯৭ - ৮ ডিসেম্বর ১৯৭৯) একজন ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন।

জীবন ও ইতিহাস

সম্পাদনা

গ্রিমস্টন ছিলেন রেভ এবং মাননীয়ের জ্যেষ্ঠ পুত্র। রবার্ট গ্রিমস্টন, সেন্ট অ্যালবানসের ক্যানন এবং জেমস গ্রিমস্টনের নাতি, ভেরুলামের দ্বিতীয় আর্ল। সিটি অ্যান্ড গিল্ডস ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইউনিভার্সিটি অফ লন্ডনে যাওয়ার আগে গ্রিমস্টন উইন্ডলেশ্যাম হাউস স্কুল এবং রেপটন স্কুলে শিক্ষিত হন।

প্রথম বিশ্বযুদ্ধের সময়, তিনি ১৯১৬ সালে RGA (6th Howitzers) এ কমিশন লাভ করেন এবং ১৯১৬ থেকে ১৯১৯ সাল পর্যন্ত থেসালোনিকিফিলিস্তিনে দায়িত্ব পালন করেন।

গ্রিমস্টন ১৯৩১ সালে ওয়েস্টবারি, উইল্টশায়ারের কনজারভেটিভ মেম্বার অফ পার্লামেন্ট (এমপি) হিসাবে নির্বাচিত হন, ১৯৬৪ সাল পর্যন্ত এই আসনটি ধরে রেখেছিলেন। তিনি ১৯৩৭ সালে ট্রেজারির জুনিয়র লর্ড এবং সহকারী হুইপ (অবৈতনিক), ১৯৩৮ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত পরিবারের ভাইস-চেম্বারলেইন, ১৯৩৯ থেকে ১৯৪২ সাল পর্যন্ত পরিবারের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সহকারী পোস্টমাস্টার-জেনারেল এবং ১৯৪৫ সালে সরবরাহ মন্ত্রনালয়ের সংসদীয় সচিব হিসাবে জুনিয়র মন্ত্রী পদে অধিষ্ঠিত হন।

তিনি পরে ১৯৬২ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ওয়েস অ্যান্ড মিনস-এর ডেপুটি চেয়ারম্যান ছিলেন এবং ১৯৬০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সদস্য ছিলেন।

গ্রিমস্টনকে ১১ মার্চ ১৯৫২-এ একটি ব্যারোনেট তৈরি করা হয়েছিল[] এবং ১১ ডিসেম্বর ১৯৬৪ সালে উইল্টশায়ার কাউন্টির ওয়েস্টবারির ওয়েস্টবারির ব্যারন গ্রিমস্টন তৈরি করা হয়েছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নং. 39491"দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ১৯৫২। 
  2. "নং. 43516"দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ১৫ ডিসেম্বর ১৯৬৪। 

বহিঃসংযোগ

সম্পাদনা