রবার্ট আউমান

অর্থনীতিতে নোবেল পুরষ্কার বিজয়ী

রবার্ট আউমান (জন্ম জুন ৮, ১৯৩০) একজন ইসরায়েলি গণিতবিদ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমির (United States National Academy of Sciences) একজন সদস্য। তিনি ২০০৫ সালে টমাস শেলিং এর সাথে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।

রবার্ট আউমান
জন্ম
Robert John Aumann

(1930-06-08) ৮ জুন ১৯৩০ (বয়স ৯৪)
জাতীয়তাইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠানহিব্রু উইনিভার্সিটি অব জেরুজালেম
স্টোনি ব্রুক উইনিভার্সিটি
কাজের ক্ষেত্রগাণিতিক অর্থনিতীবদ্যা
গেম তত্ত্ব
শিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
নিউইয়র্ক সিটি কলেজ
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনজর্জ হোয়াইট হেড জুনিয়র
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার, John von Neumann Theory Prize, Harvey Prize in Science and Technology, Israel Prize for Economical Research
Information at IDEAS / RePEc

আউমান ১৯৩০ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৩৮ সালে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন। তিনি গণিতে ১৯৫০ সালে সিটি কলেজ অফ নিউইয়র্ক থেকে বি,এস, এবং এম আই টি থেকে ১৯৫২ সালে এম, এস, ও ১৯৫৫ সালে পি,এইচ,ডি, ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৬ সালে হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেমের গণিত বিভাগে যোগ দেন।

আউমান ডানপন্থী রাজনৈতিক সংগঠন Professors for a Strong Israel এর একজন সদস্য। তিনি ২০০৫ সালে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহারের বিরোধিতা করেন। তিনি দাবী করেন গেম থিওরি (Game Theory) অনুসারে ফিলিস্তিনিদের হাতে জমি ফিরিয়ে দেওয়া একটি ভুল সিদ্ধান্ত।