রতন সেন
চিতরের রাজা রতন সেন মালিক মুহম্মদ জায়সীর পদ্মাবতে এই রাজার উল্লেখ আছে । কাব্যটির অনুযায়ী, তার সুন্দরী স্ত্রী রাণী পদ্মিনীকে পাওয়ার জন্য আলাউদ্দিন চিত্তরগড়ে আক্রমণ করেন; কুম্ভলগড়ের রাজা দেবপালের সাথে একটি যুদ্ধে রতন সেনের মৃত্যুবরণের পর আলাউদ্দিন দুর্গটিকে দখল করেন; পরবর্তীকালে, পদ্মিনী এবং অন্যান্য নারীরা তাদের সম্মান রক্ষা করার জন্য জলন্ত অগ্নিকুন্ডে আত্মবিসর্জন দেন।
জনপ্রিয় সংস্কৃতিতে
সম্পাদনা- মালিক মুহম্মদ জায়সীর ঐতিহাসিক কাব্য পদ্মাবতে (১৫৪০) রতন সেন হিসেবে রত্নাসিমহা আবির্ভূত হন।
- রত্নাসিমহা চিত্রাপু নারায়ণ রাও-এর চিতর রাণী পদ্মিনীতে (১৯৬৩) শিবাজি গণেশন দ্বারা অভিনীত।[১]
- সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ঐতিহাসিক নাটক চিত্তর কি রাণী পদ্মিনী কা জওহর-এ রহিত বকশী রত্নাসিমহার ভূমিকায় অভিনয় করেন।[২]
- সঞ্জয় লীলা বনশালি দ্বারা পরিচালিত মহাকাব্যিক ঐতিহাসিক নাটকীয় চলচ্চিত্র পদ্মাবতে শাহিদ কপূর রতন সেন -এর ভূমিকায় অভিনয় করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Guy, Randor (১৩ জুন ২০১৫)। "Chitoor Rani Padmini (1963)"। The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭।
- ↑ Shah, Shravan (সেপ্টেম্বর ২৫, ২০১৭)। "Rohit Bakshi who played Raja Ratan Singh before Shahid reacts to the new Padmavati poster"। TimesNow। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮।
- ↑ Palat, Lakshana N (২১ নভেম্বর ২০১৭)। "Padmavati row: Who was Rani Padmavati's husband Maharawal Ratan Singh?"। India Today। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮।