রতনদিয়া ইউনিয়ন
রতনদিয়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ১৯৭৩ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক কালুখালী ইউনিয়ন থেকে মদাপুর কে পৃথক করে রতনদিয়া নামে আলাদা ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ৩৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই রতনদিয়া ইউনিয়ন পরিষদ গঠিত।[১]
রতনদিয়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
রতনদিয়া ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে রতনদিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৭′২৩.০৭৫″ উত্তর ৮৯°৩০′১০.১৫৯″ পূর্ব / ২৩.৭৮৯৭৪৩০৬° উত্তর ৮৯.৫০২৮২১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | রাজবাড়ী জেলা |
উপজেলা | কালুখালী উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৩ |
সরকার | |
• চেয়ারম্যান | মেহেদী হাচিনা পারভীন |
আয়তন | |
• মোট | ২৮.৫৪ বর্গকিমি (১১.০২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৯,৪৬২ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৫.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাগ্রামের সংখ্যা: ৩৯টি
মৌজার সংখ্যা: ২৬টি
মোট জনসংখ্যা: প্রায় ২৯,৪৬২ জন।
শিক্ষা
সম্পাদনাসাক্ষরতার হার: ২৫.৪%।
দর্শনীয় স্থান
সম্পাদনামোদনমোহন আঙ্গিণা: মোদনমোহন আঙ্গিণাটি সর্বপ্রথম ১৮৪০ সালে কালুখালী উপজেলার ০১ রতনদিয়া ইউনিয়নের গঙ্গানান্দপুর গ্রামের মোড়ালিখোলা মৌজায় স্থাপিত হয়। লোকের মুখে শোনা যায় এই মোদনমোহন আঙ্গিণাটি উনিশ দশকের প্রথম দিকে পদ্মা নদীর স্রোত এর সাথে ভেসে আসে আর সেটা মোড়ালিখোলা গ্রামেই আটকে পড়ে এবং কোন এক হিন্দু সন্ন্যাসী এটা স্বপ্নে দেখে সেখান থেকেই হিন্দু পূজারীরা এটাকে সংরক্ষণ করতে লাগলেন এবং পূজা আরচনা করতে লাগলেন।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান: মেহেদী হাচিনা পারভীন।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
নাজমুল হক চৌধুরী | ১৯৬০-১৯৭১ |
আবুল কাসেম প্রামানিক | ১৯৭৩-১৯৭৭ |
নাজির হোসেন চৌধুরী | ১৯৭৭-১৯৮৬ |
রফিক হোসেন চৌধুরী | ১৯৮৬-১৯৯২ |
নাজির হোসেন চৌধুরী | ১৯৯২-১৯৯৭ |
আলিউজ্জামান চৌধুরী | ১৯৯৮-২০১১ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রতনদিয়া ইউনিয়ন"। ratandiaup.rajbari.gov.bd। ২০২১-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।