রড ল্যাথাম

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার

রডনি টেরি রড ল্যাথাম (ইংরেজি: Rod Latham; জন্ম: ১২ জুন, ১৯৬১) ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটারনিউজিল্যান্ড ক্রিকেট দলের পক্ষে টেস্টএকদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার ছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন রড ল্যাথাম

রড ল্যাথাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রডনি টেরি ল্যাথাম
জন্ম (1961-06-12) ১২ জুন ১৯৬১ (বয়স ৬৩)
ক্রাইস্টচার্চ, ক্যান্টারবারি, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ৩৩
রানের সংখ্যা ২১৯ ৫৮৩
ব্যাটিং গড় ৩১.২৮ ২০.১০
১০০/৫০ ১/০ ০/১
সর্বোচ্চ রান ১১৯ ৬০
বল করেছে ১৮ ৪৫০
উইকেট ১১
বোলিং গড় ৩৫.০৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৫/৩২
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/- ১১/-
উৎস: ক্রিকইনফো, ৬ মে ২০১৫

এছাড়াও তিনি ক্যান্টারবারির পক্ষে রাগবি খেলেছেন। তার সন্তান টম ল্যাথাম নিউজিল্যান্ড দলে প্রতিনিধিত্ব করছেন।[]

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

স্বল্পকালীন খেলোয়াড়ী জীবনে তিনি মাত্র ৪ টেস্টে অংশ নিতে পেরেছেন। তন্মধ্যে ১৯৯২ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে একমাত্র সেঞ্চুরিটি (১১৯) করেছেন।

তবে, অল-রাউন্ডার হিসেবে একদিনের আন্তর্জাতিকে প্রভূতঃ সফলতা লাভ করেছেন তিনি। ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় দলের ব্যাটিং উদ্বোধনে নেমেছেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে ৩৩টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেন। সর্বোচ্চ রান করেন ৬০। ২৮ মার্চ, ১৯৯৩ তারিখে অকল্যান্ডের ইডেন পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি তার সেরা বোলিং পরিসংখ্যান গড়েন ৫/৩২।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "New Zealand / Players / Tom Latham"। ESPN cricinfo। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা