রঁদাল কলো মুয়ানি
রঁদাল কলো মুয়ানি (ফরাসি উচ্চারণ: [ʁɑ̃dal kɔlo mɥani], ফরাসি: Randal Kolo Muani; জন্ম: ৫ ডিসেম্বর ১৯৯৮) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব নাঁত এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রঁদাল কলো মুয়ানি | ||
জন্ম | ৫ ডিসেম্বর ১৯৯৮ | ||
জন্ম স্থান | বঁদি, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নাঁত | ||
জার্সি নম্বর | ২৩ | ||
যুব পর্যায় | |||
২০০৫–২০১০ | ভিলেপ্যাঁতে | ||
২০১০–২০১১ | ত্রেমব্লে | ||
২০১১–২০১৫ | তর্সি | ||
২০১৫–২০১৮ | নাঁত | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬– | নাঁত ২ | ৬২ | (১৭) |
২০১৮– | নাঁত | ৩৭ | (৫) |
২০১৯–২০২০ | → বুলনিয় (ধার) | ১৪ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০২০– | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৭ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৩৯, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৩৯, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০৫–০৬ মৌসুমে, ফরাসি ফুটবল ক্লাব ভিলেপ্যাঁতের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে কলো মুয়ানি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ত্রেমব্লে, তর্সি এবং নাঁতের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৫–১৬ মৌসুমে, ফরাসি ক্লাব নাঁত ২-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। অতঃপর ২০১৬–১৭ মৌসুমে তিনি নাঁতের মূল দলের অন্তর্ভুক্ত হয়েছেন। পরবর্তীকালে, তিনি বুলনিয়ের হয়ে খেলেছেন।
২০২০ সালে, কলো মুয়ানি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনারঁদাল কলো মুয়ানি ১৯৯৮ সালের ৫ই ডিসেম্বর তারিখে ফ্রান্সের বঁদিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি কঙ্গোলীয় বংশোদ্ভূত।[১]
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাকলো মুয়ানি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালের ৮ই অক্টোবর তারিখে তিনি লিশটেনস্টাইন অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[২] তিনি ২০২০ সালের ১৬ই নভেম্বর তারিখে সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনা২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গুজব ছড়িয়ে পড়ে যে ২০১৮ সালে উইলিয়াম সালিবা দ্বারা ধারণকৃত একটি বিতর্কিত ভিডিওর বিষয়বস্তু ছিল কলো মুয়ানি, উক্ত ভিডিওতে একজন ফ্রান্সের এক তরুণ আন্তর্জাতিক খেলোয়াড় তাকে স্পর্শ করতে এবং হস্তমৈথুন করতে দেখা যায়।[৩] তবে কলো মুয়ানি ফ্রান্সের যুব দলে সালিবার মতো একই ড্রেসিংরুমে থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্বীকার করেছেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Football (National): Vahid, Mbappe, le Congo, la fusée Randal Kolo Muani se confie"। La Voix du Nord (চীনা ভাষায়)। ১৩ ফেব্রু ২০২০। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০।
- ↑ "LA LISTE DES 23 BLEUETS POUR L'EURO" (ফরাসি ভাষায়)। ফরাসি ফুটবল ফেডারেশন। ১৫ মার্চ ২০২১।
- ↑ "The FFF to open an investigation into William Saliba video controversy"। Get French Football News। ৯ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১।
- ↑ Onrubia, Andrés (৯ ফেব্রুয়ারি ২০২১)। "La Federación Francesa podría sancionar a Saliba" [The French Federation could sanction Saliba]। AS (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ফরাসি ফুটবল ফেডারেশনে রঁদাল কলো মুয়ানি (ফরাসি)
- সকারওয়েতে রঁদাল কলো মুয়ানি (ইংরেজি)
- সকারবেসে রঁদাল কলো মুয়ানি (ইংরেজি)
- বিডিফুটবলে রঁদাল কলো মুয়ানি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে রঁদাল কলো মুয়ানি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে রঁদাল কলো মুয়ানি (ইংরেজি)