যুবুন্টু
জুবুন্টু (ইংরেজি: Xubuntu) ক্যানোনিকাল লিমিটেড-সমর্থিত সম্প্রদায় চালিত উবুন্টু ডেরিভেটিভ। গ্নোমের বদলে ডিফল্ট ডেস্কটপ পরিবেশ হিসেবে জুবুন্টু এক্সএফসিই ব্যবহার করে। সেখান থেকে, "এক্সএফসিই" ও "উবুন্টু" নামদুটোর সমন্বয়ে "জুবুন্টু" নামটি এসেছে। [১][২][৩][৪]
ডেভলপার | সম্প্রদায় |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | মুক্ত সোর্স |
প্রাথমিক মুক্তি | ২৩ জুন ২০০৬ |
সর্বশেষ মুক্তি | ১৮.০৪ এলটিএস / ২৬ এপ্রিল ২০১৮ |
ভাষাসমূহ | বহুভাষিক |
হালনাগাদের পদ্ধতি | এপিটি (সফটওয়্যার আপডেটার, উবুন্টু সফটওয়্যার সেন্টার) |
প্যাকেজ ম্যানেজার | ডিপিকেজি |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ইউজারল্যান্ড | গনু |
ব্যবহারকারী ইন্টারফেস | এক্সএফসিই |
লাইসেন্স | ফ্রি সফটওয়্যার লাইসেন্স (প্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স) |
ওয়েবসাইট | xubuntu |
লক্ষ্য
সম্পাদনাজুবুন্টুর লক্ষ্য হলো:
“ | ইন্টেগ্রেশন, ব্যবহারযোগ্যতা, পারফরমেন্স ও কম মেমরি ফুটপ্রিন্টের উপর বিশেষ নজর দিয়ে, গ্রাফিক্যাল ডেস্কটপ হিসেবে এক্সএফসিই ব্যবহারের মাধ্যমে উবুন্টু ভিত্তিক, একটি সহজে ব্যবহারযোগ্য ডিস্ট্রিবিউশন প্রদান করা...জুবুন্টু উবুন্টুর দর্শন ও মূল্যবোধের ভিত্তিতে উবুন্টুর সাথে সাথে এর সম্প্রদায়ের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ডেভেলপ হতে থাকবে। | ” |
ইতিহাস
সম্পাদনাপ্রকাশিত বিভিন্ন সংস্করণ
সম্পাদনাজুবুন্টু বছরে দুইবার প্রকাশিত হয় এবং উবুন্টু প্রকাশের সাথে এটির প্রকাশের তারিখের সাথে এটির প্রকাশের তারিখের সমন্বয় করা হয়। যুবুন্টু এবং উবুন্টুর ভার্সন নম্বর এবং কোড নাম একই ব্যবহার করা হয়। যেমন বছর এবং মাসের নাম মিলিয়ে ভার্সন নম্বর নির্ধারণ করা হয়। উদাহারনস্বরূপ জুবুন্টুর প্রথম সংস্করনের কথা বলা যেতে পারে, এটি প্রকাশিত হয়েছিল জুন, তারিখে এবং এটির ভার্সন নম্বর হল ৬.০৬।[৫]
অ্যাপলিকেশনসমূহ
সম্পাদনাসিস্টেমে নূন্যতম প্রয়োজন
সম্পাদনাযুবুন্টু ভিত্তিক ডিস্ট্রিবিউশন
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক্যানোনিকাল লিমিটেড (২০০৮)। "জুবুন্টু কি?"। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
- ↑ ক্যানোনিকাল লিমিটেড (২০০৮)। "Glossary"। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
- ↑ ক্যানোনিকাল লিমিটেড (২০০৯)। "প্রোডাক্ট"। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
- ↑ "উবুন্টুর গ্নোমে ফিরে যাওয়া"। phoronix.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
- ↑ শাটলওয়ার্থ, মার্ক (অক্টোবর ২০, ২০০৪)। "উবুন্টু ৪.১০ ঘোষণা"। ubuntu-announce (মেইলিং তালিকা)। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে যুবুন্টু সংক্রান্ত মিডিয়া রয়েছে।