যায়দী ইমামগণ (আরবি: الأئمّة الزيدية, প্রতিবর্ণীকৃত: Aʼimmah az-Zaydiyyah; ফার্সি: امامان زیدیه) হলেন শিয়া ইসলামের যায়দী শাখার আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা বা ইমামইসনা আশারিয়াইসমাইলিদের বিপরীতে যায়দীরা তাদের ইমামদের প্রতি অতিমানবিক গুণাবলী আরোপ করে না।[] যায়দী, দ্বাদশী ও ইসমাইলিরা অভিন্নভাবে প্রথম চার ইমামকে স্বীকৃতি দেয়; তবে যায়দী রা যায়দ ইব্‌ন আলীকে পঞ্চম ইমাম হিসেবে গণ্য করে। তাদের বিশ্বাসমতে যায়দের পর হাসান বা হোসেনের বংশোদ্ভূত যে কেউ নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ইমাম হতে পারেন।[] ঐতিহাসিকভাবে খ্যাত অন্যান্য যায়দী ইমামদের মধ্যে ইয়াহিয়া ইবনে যায়দ, মুহম্মদ আন-নফস আজ-জাকিয়া এবং ইব্রাহীম ইবনে আব্দুল্লাহ বিশেষভাবে উল্লেখযোগ্য।

ইমামদের তালিকা

সম্পাদনা

যায়দী ইমামদের কোনো তর্কাতীত তালিকা নেই, যেহেতু বহু ইমাম সর্বজনীনভাবে স্বীকৃতি পাননি এবং অনেক সময় নিম্নভূমির রাজবংশ বা তুর্কদের দ্বারা অভিগ্রস্ত হয়েছিলেন। নিম্নের তালিকাটি নিরপেক্ষভাবে অন্তর্ভুক্তিমূলক।[][][][]

  • আলী ইবনে আবী তালিব (৬৩২–৬৬১)
  • হাসান ইবনে আলী (৬৬১–৬৭০)
  • হোসাইন ইবনে আলী (৬৭০–৬৮০)
  • আলী ইবনে হোসেন জয়নুল আবিদীন (৬৮০–৭১৩)
  • যায়দী ইব্‌ন আলী (৭১৩–৭৪০), জয়নুল আবেদীনের পুত্র
  • হাসান ইবনে হাসান আল-মুসানা (৭১২–৭১৫), হাসান ইবনে আলীর পুত্র
  • ইয়াহিয়া ইবনে যায়দ (৭৪০–৭৪৩), যায়দের পুত্র
  • মুহাম্মদ আন-নফস আজ-জাকিয়া ইবনে আব্দুল্লাহ ইবনু হাসান আল-মুসানা
  • ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ ইবনে হাসান আল-মুসানা
  • আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
  • আল-হাসান ইবনে ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ
  • আল-হোসাইন ইবনে আলী ইবনে হাসান আল-মুসালাস ইবনে হাসান আল-মুসানা
  • ঈসা ইবনে যায়দ ইবনে আলী
  • ইয়াহিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে হাসান আল-মুসানা
  • প্রথম ইদ্রিস ইবনে আব্দুল্লাহ ইবনে হাসান আল-মুসানা, ইদ্রিসীয় রাজবংশের প্রতিষ্ঠাতা
  • মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে হাসান আল-মুসানা
  • মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে যায়দ
  • মুহাম্মদ ইবনে সুলাইমান ইবনে দাউদ ইবনে হাসান আল-মুসানা
  • আল-কাসিম আর-রাসসী ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে হাসান আল-মুসানা (—৮৬০)
  • আল-হোসাইন ইবন আল-কাসিম (–৮৯৭)
  • আল-হাদী ইলাল হক ইয়াহিয়া ইবন আল-হোসাইন (৮৯৭–৯১১)
  • আল-মুর্তজা মুহাম্মদ ইবন আল-হাদী (৯১১–৯১৩)
  • আন-নসর আহমদ ইবন আল-হাদী (৯১৩–৯৩৪ বা ৯৩৭), আল-মুর্তজার ভাই ও আল-হাদীর পুত্র
  • আল-মুন্তাখাব আল-হাসান (৯৩৪–৯৩৬ বা ৯৩৯), আন-নসরের পুত্র
  • আল-মুখতার আল-কাসিম (৯৩৬–৯৫৬), আল-মুন্তাখাবের ভাই
  • আল-মনসুর ইয়াহিয়া (৯৩৪–৯৭৬), আল-মুন্তাখাবের ভাই
  • আদ-দাঈ ইউসুফ (৯৭৭–৯৯৯), আল-মনসুরের পুত্র
  • আল-মনসুর আল-কাসিম আল-ইয়্যানি (৯৯৯–১০০২)
  • আদ-দাঈ ইউসুফ (১০০২–১০১২), দ্বিতীয় মেয়াদি
  • আল-মাহদী আল-হোসাইন (১০০৩–১০১৩), আল-মনসুর আল-কাসিমের পুত্র
  • আল-মুয়াইয়াদ আহমদ ইবন আল-হোসাইন (১০১৩–১০২০)
  • আবু তালিব ইয়াহিয়া (১০২০–১০৩৩)
  • আল-মু’ইদ লি দীনিল্লাহ (১০২৭–১০৩০)
  • আবু হাশিম আল-হাসান (১০৩১–১০৪০)
  • আবুল ফাতহ আন-নাসির আদ-দাইলামি বিন আল-হোসাইন (১০৩৮–১০৫৩)
  • আল-মুহতাসিব আল-মুজাহিদ হামজা (১০৬০–১০৬৭), আবু হাশিম আল-হাসানের পুত্র
  • আল-মুতাওয়াক্কিল আহমদ বিন সুলাইমান (১১৩৮–১১৭১), আন-নাসির আহমদের বংশধর
  • আল-মনসুর আব্দুল্লাহ বিন হামজা (১১৮৭–১২১৭), আল-মুহতাসিবের বংশধর
  • আন-নাসির মুহাম্মদ বিন আব্দুল্লাহ (১২১৭–১২২৬), আল-মনসুর আব্দুল্লাহর পুত্র
  • আল-হাদী ইয়াহিয়া বিন মুহসিন (১২১৭–১২৩৯)
  • আল-মাহদী আহমদ বিন আল-হোসাইন (১২৪৮–১২৫৮)
  • আল-হাসান বিন ওয়াহাহাস (১২৫৮-১২৬০), মৃ. ১২৮৫
  • ইয়াহিয়া বিন মুহাম্মদ আস-সিরাজী (১২৬১–১২৬২), মৃ. ১২৯৬
  • আল-মনসুর আল-হাসান বিন বদর আদ-দ্বীন ১২62২-১২71১ (আল-হাদী ইয়াহিয়ার চাচাতো ভাইয়ের ছেলে)
  • আল-মাহদী ইব্রাহিম বিন আহমদ তাজ আদ-দ্বীন 1272–1276, ডি। 1284 (ভাতিজা)
  • আল-মুতাওয়াক্কিল আল-মুতাহার বিন ইয়াহিয়া বিন আল-মুরতদা 1276–1298
  • আল-মাহদী মুহাম্মদ 1301–1328 (ছেলে)
  • আল-মুআইয়াদ ইয়াহইয়া বিন হামযাহ 1328–1346
  • আন-নাসির আলী বিন সালাহ ১৩২৮-১29২২ (আল-মাহদী ইব্রাহিমের নাতি)
  • আহমদ বিন আলী আল-ফাথি 1329–1349
  • আল-ওয়াথিক আল-মুতাহাহার 1349 (আল-মাহদী মুহাম্মদের পুত্র)
  • আল-মাহদী আলী বিন মুহাম্মদ 1349- 1372
  • আল-নাসির মুহাম্মদ সালাহ আল-দ্বীন 1372–1391 (পুত্র)
  • আল-মনসুর আলী 1391–1436 (ছেলে)
  • আল-মাহদী আহমাদ বিন ইয়াহইয়া বিন আল-মুরতদা ১৩১১-১৯৯২, ডি। 1436
  • আল-হাদী আলী বিন আল-মুয়ায়াদ ১৩৯৩-১32৩২
  • আল-মাহদী সালাহ আদ-দ্বীন বিন আলী 1436–1445
  • আল-মনসুর আন-নাসির বিন মুহাম্মদ ১৪36–১--14২ (আল-মুতাওয়াক্কিল আল-মুতাহার বিন ইয়াহইয়ের বড়-নাতি)
  • আল-মুতাওয়াক্কিল আল-মুতাহার বিন মুহাম্মদ 1436–1474
  • আল-মু'আয়াদ মুহাম্মদ 1462–1503 (আল-মনসুর আন-নাসিরের ছেলে)
  • আন-নাসির মুহাম্মদ বিন ইউসুফ 1474–1488
  • আল-হাদী ইজ্জ আদ-দ্বীন বিন আল-হাসান 1474–1495 (আল-হাদী আলীর নাতি)
  • আল-মনসুর মুহাম্মদ বিন আলী আল-ওয়াশালি 1475–1504
  • আন-নাসির আল-হাসান 1495–1523 (আল-হাদী ইজ-আদ-দ্বীনের পুত্র)
  • আল-মুতাওয়াক্কিল ইয়াহিয়া শরাফ আদ-দ্বীন বিন শামস-আদ-দ্বীন 1506–1555 (আল-মাহদী আহমদের নাতি)
  • আল মুতাাহার 1547–1572 (পুত্র)
  • আন-নাসির আল-হাসান বিন আলী 1579–1585
  • আল-মনসুর আল-কাসিম বিন মুহাম্মদ 1597–1620
  • আল-মু'ইয়াদ মুহাম্মদ আমি 1620–1644 (ছেলে)
  • আল-মুতাওয়াক্কিল ইসমাইল 1644–1676 (ভাই)
  • আল-মাহদী আহমদ বিন আল-হাসান 1676–1681 (ভাগ্নে)
  • আল-মু'আয়াদ মুহাম্মদ দ্বিতীয় 1681–1686 (আল-মুতাওয়াক্কিল ইসমাইলের ছেলে)
  • আল-মাহদী মুহাম্মদ 1687–1718 (আল-মাহদী আহমদের পুত্র)
  • আল-মনসুর আল-হুসেন প্রথম ইবনে আল-কাসিম ১16১16-১ Mu২০ (আল-মুয়ায়াদ মুহাম্মাদ প্রথম নাতি)
  • আল-মুতাওয়াক্কিল আল-কাসিম বিন আল-হাসান 1716–1727 (আল-মাহদী আহমদের নাতি)
  • আন-নাসির মুহাম্মদ (যায়েদী ইমাম) বিন ইসহাক 1723, ডি। 1754 (আল-মাহদী আহমদের নাতি)
  • আল-মনসুর আল-হুসেন দ্বিতীয় 1727–1748 (আল-মুতাওয়াক্কিল আল-কাসিমের পুত্র)
  • আল মাহদী আব্বাস 1748–1775 (ছেলে)
  • আল-মনসুর আলী আমি 1775–1809 (ছেলে)
  • আল-মুতাওয়াক্কিল আহমদ 1809–1816 (ছেলে)
  • আল-মাহদী আবদুল্লাহ 1816–1835 (ছেলে)
  • আল-মনসুর আলী II 1835–1837, d। 1871 (ছেলে)
  • আন-নাসির আবদুল্লাহ বিন আল-হাসান বিন আহমদ 1837–1840 (আল-মাহদী আব্বাসের নাতি)
  • আল-হাদী মুহাম্মদ 1840–1844 (আল-মুতাওয়াক্কিল আহমদের পুত্র)
  • আল-মনসুর আলী দ্বিতীয় 1844–1845 (দ্বিতীয় মেয়াদ)
  • আল-মুতাওয়াক্কিল মুহাম্মদ বিন ইয়াহইয়া 1845–1849 (আল-মনসুর আলী প্রথম নাতি)
  • আল-মনসুর আলী দ্বিতীয় 1849–1850 (তৃতীয় মেয়াদ)
  • আল-মনসুর আহমদ বিন হাশিম 1849–1853
  • আল-মু'ইয়াদ আব্বাস বিন আবদ-রহমান 1850
  • আল-মনসুর আলী II 1851 (চতুর্থ পদের)
  • আল-হাদী গালিব 1851–1852, d। 1885 (আল-মুতাওয়াক্কিল মুহাম্মদের পুত্র)
  • আল-মনসুর মুহাম্মদ বিন আবদাল্লাহ 1853–1890
  • আল-মুতাওয়াক্কিল আল-মুহসিন বিন আহমাদ 1855–1878
  • আল-হাদী গালিব 1858–1872 (দ্বিতীয় মেয়াদ)
  • আল-মনসুর আল-হুসেন তৃতীয় বিন মুহাম্মাদ বিন আল-হাদী 1859–1863, ডি। 1888
  • আল-হাদী শরাফ আদ-দ্বীন বিন মুহাম্মদ বিন আবদ-আর-রহমান 1878–1890
  • আল-মনসুর মুহাম্মদ বিন ইয়াহিয়া হামিদ 1890–1904
  • আল মুতাওয়াক্কিল ইয়াহিয়া মুহাম্মদ হামিদ আদ-দ্বীন 1904–1948 (পুত্র)
  • আন-নাসির আহমদ বিন ইয়াহিয়া 1948–1962 (আল-মুতাওয়াক্কিল ইয়াহিয়া মুহাম্মদ হামিদ অ্যাড-দ্বীন)
  • আল-মনসুর মুহাম্মদ আল-বদর 1962, ডি। 1996 (ছেলে)

১৯৬২ সালের পর ইয়েমেনে আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Badruddīn, Amir al-Hussein bin (১৮ ডিসেম্বর ২০০৮)। The Precious Necklace Regarding Gnosis of the Lord of the Worlds। Imam Rassi Society। 
  2. Francis Robinson, Atlas of the Islamic World Since 1500, pg. 47. New York: Facts on File, 1984. আইএসবিএন ০৮৭১৯৬৬২৯৮
  3. Sunni-Shiʻa Schism: Less There Than Meets the Eye Library of Congress Web Archives আর্কাইভকৃত ২৩ এপ্রিল ২০০৫ তারিখে 1991 Page 24
  4. Ayman Fu'ad Sayyid, Masadir ta'rikh al-Yaman fial 'asr al-islami. al Qahira 1974, pp. 404–16
  5. R.B. Serjeant & Ronald Lewcock (eds.), San'a': An Arabic Islamic City. London 1983, pp. 72–95
  6. الأئمة الزيديون في اليمن (in Arabic)
  7. الأئمة الزيدية من 898 م إلى 1962م (in Arabic)