যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রাঙ্গন ক্রীড়াঙ্গন
(যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ময়দান থেকে পুনর্নির্দেশিত)
যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রাঙ্গন ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিধাননগর শিক্ষাপ্রাঙ্গনে অবস্থিত একটি বহুমুখী ক্রীড়াঙ্গন। মাঠটি মূলত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার জন্য ব্যবহৃত হয়। বিধাননগর শিক্ষাপ্রাঙ্গনের প্রধান মাঠটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে লিজ দেওয়া হয়েছে। এখানে প্রায়ই অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। ২০০৪ সালে রঞ্জি ট্রফিতে বাংলা ক্রিকেট দল বনাম কর্ণাটক ক্রিকেট দলের একটি ম্যাচের মাধ্যমে ক্রীড়াঙ্গনটি উদ্বোধন করা হয়।[১] সেই থেকে এই মাঠে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ আয়োজিত হচ্ছে।[২][৩]
পূর্ণ নাম | যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রাঙ্গন ক্রীড়াঙ্গন |
---|---|
প্রাক্তন নাম | যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রাঙ্গন মাঠ |
অবস্থান | বিধাননগর, পশ্চিমবঙ্গ |
মালিক | যাদবপুর বিশ্ববিদ্যালয় |
পরিচালক | ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল |
ধারণক্ষমতা | ৫,০০০ |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ২০০৪ |
চালু | ২০০৪ |
ভাড়াটে | |
বাংলা ক্রিকেট দল | |
ওয়েবসাইট | |
ক্রিকেটআর্কাইভ |
এই ক্রীড়াঙ্গনে নিয়মিত লিস্ট এ[৪] ও টোয়েন্টি২০ ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়।[৫]