নুওসু ভাষা
(য়ি ভাষা থেকে পুনর্নির্দেশিত)
নুওসু ভাষা চীনে প্রচলিত একটি ভাষা। চীনা তিব্বতি পরিবারের অন্তর্গত ভাষাটি চীনের সিছুয়ান প্রদেশের দক্ষিণাংশে এবং ইউন্নান প্রদেশের উত্তরাংশে প্রায় ২০ লক্ষ মানুষের মুখের ভাষা, যাদের প্রায় ৬০% অন্য কোন ভাষাতে কথা বলেন না, এমনকি ম্যান্ডারিন চীনাও নয়। চীনে নুওসু ভাষাটিকে বৃহত্তর ই (yi) ভাষা-পরিবারের প্রধানতম ও আদর্শ ভাষা হিসেবে গণ্য করা হয় এবং স্কুল কলেজে একমাত্র এটিকেই শেখানো হয়। চীনা সরকার সমগ্র ভাষা পরিবারে ৬টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে এবং এগুলিতে প্রায় ৬০ লক্ষ লোক কথা বলেন।
Yi | |
---|---|
ꆇꉙ Nuosu | |
দেশোদ্ভব | গণপ্রজাতন্ত্রী চীন, |
অঞ্চল | সুদূর প্রাচ্য জুড়ে. |
মাতৃভাষী | ৬ মিলিয়ন
|
চীনা-তিব্বতি
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | ii (Sichuan Yi) |
আইএসও ৬৩৯-২ | iii (Sichuan Yi) |
আইএসও ৬৩৯-৩ | বিভিন্ন প্রকার:iii – Sichuan Yinos – Southern Yiycl – Central Yiyif – Ache Yiyig – Guizhou Yiyik – Xishan Lalu Yiyio – Dayao Yiyip – Poluo Yiyiq – Miqie Yiyit – Eastern Lalu Yiyiu – Awu Yiyiv – Eshan-Xinping Yiyix – Axi Yiyiz – Azhe Yiylm – Limi Yiylo – Naluo Yiymh – Mili Yiymj – Muji Yiypl – Pula Yiypw – Puwa Yiysn – Sani Yiyso – Southeastern Lolo Yiysp – Southern Lolopho Yiywl – Western Lalu Yiywm – Wumeng Yiywq – Wuding-Luquan Yiywt – Western Yiywu – Wusa Yiyym – Yuanjiang-Mojiang Yi |