য়
বাংলা বর্ণমালার ৪৬তম বর্ণ
য় (অন্তস্থ অ) হল বাংলা ভাষার পয়ত্রিংশ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ৪৬তম বর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর য বর্ণের নিচে বিন্দু দিয়ে য় বর্ণের সৃষ্টি করেন। ১৮৫৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর "বাংলা বর্ণ পরিচয়" গ্রন্থের বর্ণটি অন্তর্ভুক্ত করেন।
য় | |
---|---|
ব্যবহার | |
লিখনপদ্ধতি | বাংলা লিপি |
ধরন | শব্দীয় বর্ণমালা লিপি |
উৎপত্তির ভাষা | বাংলা ভাষা |
ইউনিকোড মান | U+09DF |
বর্ণমালায় অবস্থান | ৪৬ |
ইতিহাস | |
ক্রমবিকাশ | |
অন্যান্য | |
লেখার দিক | বাম থেকে ডানে |
বর্ণনা
সম্পাদনাবাংলা ভাষায় য় এর ব্যবহার শব্দের মাঝে এবং শব্দের শেষে চালু আছে। শব্দের প্রথমে য় এর ব্যবহার হয়না। য় এর উচ্চারন অ এর মত। তাতে া, ে, ু, ইত্যাদি যোগ করে যথাক্রমে আ, এ, উ উচ্চারণ করা হয়।
স্বরবর্ণ | য়'র সাথে যুক্ত হলে |
---|---|
অ | য় |
আ | য়া |
ই | য়ি |
ঈ | য়ী |
উ | য়ু |
ঊ | য়ূ |
ঋ | য়ৃ |
এ | য়ে |
ঐ | য়ৈ |
ও | য়ো |
ঔ | য়ৌ |
বৈশিষ্ট্য
সম্পাদনায় বর্ণের নিজস্ব কোনো উচ্চারণ নেই। শব্দে "য়" বর্ণটি যে স্বরবর্ণের সাথে যুক্ত থাকে তার উচ্চারণ ধারণ করে। যেমন:[১]
- ‘য়’ বর্ণের সঙ্গে অ-কার যুক্ত হলে বর্ণটি অ-র মতো উচ্চারিত হয়। যেমন: অভয়, অন্বয়, ছয়, মলয়, জয়, প্রলয়, সময়, বিষয় ইত্যাদি।
- ‘য়’ বর্ণের সঙ্গে আ-কার যুক্ত থাকলে বর্ণটি আ-র মতো উচ্চারিত হয়। যেমন: দয়া, নয়া, অভয়া।
- ‘য়’ বর্ণের সঙ্গে ই ঈ যুক্ত হলে বর্ণটি ই-র মতো উচ্চারিত হয়। যেমন: জয়ী, দায়ী, দায়িত্ব, স্থায়িত্ব ইত্যাদি।
- ‘য়’ বর্ণের সঙ্গে উ বা ঊ-কার যুক্ত হলে বর্ণটি উ-কার ধ্বনির মতো উচ্চারিত হয় । যেমন: আয়ু, বায়ু, স্নায়ু ইত্যাদি।
- ‘য়’ বর্ণের পূর্বে অবস্থিত বর্ণের সঙ্গে আ-কার ব্যতীত অন্য কোনও কার-চিহ্ন যুক্ত থাকলে ওই ‘য়’ সাধারণত ‘য়ো’-রূপে উচ্চারিত হয়। যেমন: বিধেয় (এই শব্দে ‘য়’-এর পূর্ব বর্ণের সঙ্গে এ-কার যুক্ত আছে। তাই ‘য়’-এর উচ্চারণ হয় ‘বিধেয়ো’), কেন্দ্রীয় (কেন্ দ্রিয়ো), জলীয় (জোলিয়ো), পানীয় (পানিয়ো), প্রান্তীয় (প্রান্ তিয়ো), নির্ণেয় (নির্নেয়ো), হেয় (হেয়ো), প্রিয় (প্রিয়ো), ম্রিয়মাণ (ম্রিয়োমান্), জাতীয় (জাতিয়ো), বন্দনীয় (বন্দোনিয়ো), নিন্দনীয় (নিন্ দোনিয়ো), মানবীয় (মানোবিয়ো), করণীয় (করোনিয়ো), পেয় (পেয়ো) ইত্যাদি।
উদাহরণ
সম্পাদনা- টিয়া
- ময়না
- পায়রা
- গয়না
- পয়সা
- নয়ন
- নয়
- ছয়
- খায়
- আয়
- যায়
কম্পিউটিং কোড
সম্পাদনাঅক্ষর | য় | |
---|---|---|
ইউনিকোড নাম | বাংলা অক্ষর য় | |
এনকোডিং | দশমিক | হেক্স |
ইউনিকোড | 2527 | U+09DF |
ইউটিএফ-৮ | 224 167 159 | E0 A7 9F |
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র | য় | য় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ড. মোহাম্মদ আমীন। ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র। পাঞ্জেরী পাবলিকেশন্স।