যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হচ্ছে বাংলাদেশের যশোর জেলার যশোর সদর উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৩৫ সালে। স্থানীয়দের কাছে বিদ্যালয়টি মোমিন গার্লস স্কুল নামে পরিচিত।[]

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
প্রাতিষ্ঠানিক লোগো
অবস্থান
মুনশি মেহেরউল্লাহ,

,
যশোর–৭৪০০,

তথ্য
ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৯৩৫; ৮৯ বছর আগে (1935-01-01)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিদ্যালয় জেলাযশোর জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
ইআইআইএন১১৫৯৬২
প্রধান শিক্ষকলায়লা শিরিন সুলতানা
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী৫২
শ্রেণি৩য়–১০ম
লিঙ্গবালিকা
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহুরে
রংনীল এবং সাদা   
ওয়েবসাইটjessoregovtgirlshighschool.edu.bd

ইতিহাস

সম্পাদনা

১৯৩৫ সালে যশোর জেলার মেয়েদের শিক্ষার মান বৃদ্ধির উদ্দেশ্যে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোমিন উদ্দিন ও স্থানীয় ব্যক্তিবর্গের প্রচেষ্টায় মোমিন গার্লস স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৬২ সালে জাতীয়কৃত হলে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাখা হয়।[]

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বিদ্যালয়টিতে শুধুমাত্র মেয়েদের অধ্যয়নের সুযোগ থাকে। বর্তমানে এ বিদ্যালয়ে ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়।

ইউনিফর্ম

সম্পাদনা
  • নীল কামিজ  , কামিজের উপর সাদা ক্রস বেল্ট  , কোমরে সাদা বেল্ট  , সাদা অ্যাপ্রোন   এবং সাদা কেডস্  

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[]

সাল পরীক্ষার নাম পরীক্ষার্থী উত্তীর্ণ পাশের হার
২০১৯ এসএসসি ২৪৫ ২৪৫ ১০০
২০২০ এসএসসি ২৬৬ ২৬০ ৯৭.৭৪
২০২১ এসএসসি ২৪৪ ২৪৩ ৯৯.৫৯

ল্যাবরেটরি

সম্পাদনা

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার

সম্পাদনা

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড

সম্পাদনা

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়। বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

সহশিক্ষা কার্যক্রম

সম্পাদনা

এ বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম সাফল্যের সাথে পরিচালিত হয়।

ক্লাব কথন

সম্পাদনা
  1. আইসিটি ক্লাব
  2. বিজ্ঞান ক্লাব
  3. বিতর্ক ক্লাব
  4. সংগীত ও নাট্য ক্লাব

অন্যান্য কার্যক্রম

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পরিক্রমা, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"jessoregovtgirlshighschool.edu.bd/। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪ 
  2. "ফলাফল"banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪