যশোর কেন্দ্রীয় কারাগার
বাংলাদেশের কারাগার
যশোর কেন্দ্রীয় কারাগার (যশোহর কেন্দ্রীয় কারাগার নামে ও পরিচিত) বাংলাদেশের খুলনা বিভাগের যশোরে অবস্থিত একটি কারাগার।[১]
কারাগার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৮৭৫ |
যার এখতিয়ারভুক্ত | বন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা |
সদর দপ্তর | ২৪°৫৬′৪৫″ উত্তর ৯১°৪৮′১৬″ পূর্ব / ২৪.৯৪৫৮৮৭° উত্তর ৯১.৮০৪৪২৪° পূর্ব |
নীতিবাক্য | রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ |
কারাগার নির্বাহী |
|
মূল বিভাগ | স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
ওয়েবসাইট | prison |
ইতিহাস
সম্পাদনাযশোর কারাগার ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়।[১] ১৯৭৭ সালের ১৬ অক্টোবর এ কারাগারে প্রথম ফাঁসি কার্যকর হয়। ২০২১ সালের ৪ অক্টোবর ৩৬তম আসামির ফাঁসি কার্যকর করা হয়।[২]
অবকাঠামো ও ধারণক্ষমতা
সম্পাদনাযশোর কেন্দ্রীয় কারাগারের কারাবন্দী ধারণক্ষমতা ১৯১৯ জন।[১] এটি ৪০.৭১ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত, তবে পেরিমিটারের ভেতর ভূমির পরিমাণ ১২.২৯ একর এবং বাইরে রয়েছে ২৮.৪২ একর।[১] কারাগারটিতে রয়েছে বন্দি ও কারারক্ষীদের জন্য পৃথক ভবন। এছাড়াও এখানে আরও রয়েছে বঙ্গবন্ধু কর্নার, লাইব্রেরি, ফোরকানিয়া মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "এক নজরে যশোর কেন্দ্রীয় কারাগার"। prison.jessore.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ "৫০ বছরে যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি হলো ৩৬ আসামির"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।