যমুনা ন্যাচারাল পার্ক

যমুনা ন্যাচারাল পার্ক হল ঢাকা জেলার সাভার উপজেলার বলিয়ারপুরে অবস্থিত একটি বিনোদনমূলক পার্ক। পার্কটি ২০১৬ সালে ৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। মনোরম পরিবেশে অবস্থিত এই পার্কটিতে রয়েছে টয় ট্রেন, জায়ান্ট হুইল, প্যাডেল বোট, ফুড কোর্টসহ বিনোদনের নানা ব্যবস্থা। এছাড়াও রয়েছে নানা জীবজন্তু ও পশু-পাখির ভাস্কর্য। পার্কটির মালিক ও তত্ববধানকারী বিশিষ্ট ব্যবসায়ী রইস উদ্দিন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা