যথাস্থানিক বা স্বস্থানিক বিশেষণটিকে কোনও ঘটনা যে আদি অবস্থানে ঘটে, বা স্বাভাবিকভাবেই যে অবস্থানে ঘটে কিংবা যথাযথভাবেই যে অবস্থানে ঘটে, সেই অবস্থানটির সাথে কোনও কিছুর সংশ্লিষ্টতা নির্দেশ করতে ব্যবহার করা হয়। এর লাতিন প্রতিশব্দ "ইন সিতু" বা ইংরেজিতে "ইন সিটু" (In situ)।[][][] লাতিন পদবন্ধটির আক্ষরিক অর্থ "ঘটনাস্থলে"[] বা "নির্ধারিত অবস্থানে"।[] এটিকে জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষায়িত অর্থে ব্যবহার করা হতে পারে। যেমন পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, জীববিজ্ঞান বা ভূতত্ত্বে "যথাস্থানিক" কথাটি দিয়ে কী উপায়ে কোনও পরিমাপ বা পরীক্ষা সম্পাদন করা হচ্ছে তা বোঝায়, অর্থাৎ পরীক্ষণ যন্ত্র বা পরিমাপক যন্ত্রটি যে ঘটনাটিকে পরিমাপ/পরীক্ষা করছে, সেটি যে সেই ঘটনার অকুস্থলেই অবস্থিত এবং সেটি যে বিচ্ছিন্ন বা পরীক্ষার আদি পরিস্থিতি থেকে ভিন্ন কোনও পরিস্থিতিতে অবস্থিত নয়, তা বোঝায়।

প্রাচীন হোহোকম তীরমাথা স্বস্থানিক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Merriam-Webster's Collegiate Dictionary, Merriam-Webster, ১০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১ 
  2. Iverson, Cheryl; ও অন্যান্য, সম্পাদকগণ (২০০৭)। "12.1.1 Use of Italics"। AMA Manual of Style  (10th সংস্করণ)। Oxford, Oxfordshire: Oxford University Pressআইএসবিএন 978-0-19-517633-9 
  3. "4.21 Use of Italics", The Publication Manual of the American Psychological Association (6th সংস্করণ), Washington, DC, USA: American Psychological Association, ২০১০, আইএসবিএন 978-1-4338-0562-2 
  4. Lewis & Short Latin Dictionary
  5. Collins Latin Dictionary & Grammar