যজ্ঞ দত্ত শর্মা (ট্রেড ইউনিয়নবাদী)
যজ্ঞ দত্ত শর্মা, প্রায়ই ওয়াইডি নামে পরিচিত, ছিলেন একজন ভারতীয় ট্রেড ইউনিয়নবাদী এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ।
শর্মার জন্ম ১ মার্চ, ১৯১৮, রোহতক জেলার জাখাউলি গ্রামে জন্মগ্রহণ করেন। [১] তিনি ১৯৩০ সালে দিল্লিতে স্থানান্তরিত হন এবং সাত বছর পরে তিনি শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে স্নাতক হন। [১] ছাত্রাবস্থায় তিনি সর্বভারতীয় ছাত্র ফেডারেশনে সক্রিয় ছিলেন। [১] তিনি সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। [১] তিনি রামজাস কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। [১] ১৯৩৯ সালে তিনি সিপিআই সদস্য হন। [১] তিনি ১৯৪৪ সালে পার্টির দিল্লি ইউনিটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং ১৯৫১ সালে সিপিআই-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হন। [১] [২] [৩] তিনি ১৯৪৮-১৯৫০ সময়কাল আত্মগোপনে কাটিয়েছেন। [১] শর্মা ১৯৫২ সালের পিকিং এশিয়া এবং প্যাসিফিক রিম শান্তি সম্মেলনে একজন পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। [৪]
১৯৭৩ সালে তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সেক্রেটারি হন, পরে এর ভাইস প্রেসিডেন্ট হন। [১]
শর্মা ১১ জানুয়ারী, ২০০৪ সালে মারা যান। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ The Tribune. Trade unionist Y.D. Sharma dead
- ↑ Mainstream Weekly. Birth and Growth of Communist Party in Delhi
- ↑ Communist Party of India. Congress (২০০৫)। Documents of the ... Congress of the Communist Party of India। The Party। পৃষ্ঠা 2।
- ↑ Marshall Windmiller (২০১১)। Communism in India। University of California Press। পৃষ্ঠা 573। GGKEY:NSY99CAKNFU।