যজ্ঞ দত্ত শর্মা (ট্রেড ইউনিয়নবাদী)

যজ্ঞ দত্ত শর্মা, প্রায়ই ওয়াইডি নামে পরিচিত, ছিলেন একজন ভারতীয় ট্রেড ইউনিয়নবাদী এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ।

শর্মার জন্ম ১ মার্চ, ১৯১৮, রোহতক জেলার জাখাউলি গ্রামে জন্মগ্রহণ করেন। [] তিনি ১৯৩০ সালে দিল্লিতে স্থানান্তরিত হন এবং সাত বছর পরে তিনি শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে স্নাতক হন। [] ছাত্রাবস্থায় তিনি সর্বভারতীয় ছাত্র ফেডারেশনে সক্রিয় ছিলেন। [] তিনি সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। [] তিনি রামজাস কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। [] ১৯৩৯ সালে তিনি সিপিআই সদস্য হন। [] তিনি ১৯৪৪ সালে পার্টির দিল্লি ইউনিটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং ১৯৫১ সালে সিপিআই-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হন। [] [] [] তিনি ১৯৪৮-১৯৫০ সময়কাল আত্মগোপনে কাটিয়েছেন। [] শর্মা ১৯৫২ সালের পিকিং এশিয়া এবং প্যাসিফিক রিম শান্তি সম্মেলনে একজন পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। []

১৯৭৩ সালে তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সেক্রেটারি হন, পরে এর ভাইস প্রেসিডেন্ট হন। []

শর্মা ১১ জানুয়ারী, ২০০৪ সালে মারা যান। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. The Tribune. Trade unionist Y.D. Sharma dead
  2. Mainstream Weekly. Birth and Growth of Communist Party in Delhi
  3. Communist Party of India. Congress (২০০৫)। Documents of the ... Congress of the Communist Party of India। The Party। পৃষ্ঠা 2। 
  4. Marshall Windmiller (২০১১)। Communism in India। University of California Press। পৃষ্ঠা 573। GGKEY:NSY99CAKNFU।