ম্যান ইন ইন্ডিয়া
ম্যান ইন ইন্ডিয়া হলো নৃবিজ্ঞানের উপর একটি আন্তর্জাতিক মানের ত্রৈমাসিক পত্রিকা। এটি মূলত দক্ষিণ এশীয় দেশগুলির জৈবিক ও সমাজ সংস্কৃতিক নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব এবং লোক-সংস্কৃতির বিষয় নিয়ে প্রকাশিত হয়। তথ্যসমৃদ্ধ মৌলিক নিবন্ধ, টীকা-টিপ্পনী পর্যালোচনার নিবন্ধ,গবেষণা পত্রাদি ইংরাজীতে প্রকাশিত হয়। বর্তমানে পত্রিকাটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত সিরিয়াল পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড দ্বারা প্রকাশিত হয়।
সংক্ষিপ্ত শিরোনাম (আইএসও ৪) | Man-in-India |
---|---|
পাঠ্য বিষয় | নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব এবং লোক সংস্কৃতি |
ভাষা | ইংরাজী |
সম্পাদক | ড.সুমহান বন্দ্যোপাধ্যায় |
প্রকাশনা বিবরণ | |
প্রকাশক | সিরিয়াল পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড, নতুন দিল্লি (ভারত) |
প্রকাশনার ইতিহাস | ১৯২১–বর্তমান |
পুনরাবৃত্তি | ত্রৈমাসিক |
সূচীকরণ | |
আইএসএসএন | ০০২৫-১৫৬৯ |
ওসিএলসি নং | 561633210 |
সংযোগ | |
ইতিহাস
সম্পাদনাএটি ভারতে প্রকাশিত প্রথম নৃতাত্ত্বিক জার্নাল এবং ভারতের নৃবিজ্ঞানের জনক শরৎচন্দ্র রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং ১৯২১ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। [১]
প্রখ্যাত নৃতত্ত্ববিদ অধ্যাপক নির্মলকুমার বসু ১৯৫১ খ্রিস্টাব্দ হতে ১৯৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময়ের সম্পাদক ছিলেন। ড.সুমহান বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক জার্নালের বর্তমান সম্পাদক।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Upadhyay, Vijay S. and Gaya Pandey. Indian Anthropologists - Sarat Chandra Roy: The Father of Indian Ethnography (1871–1942) in History of Anthropological Thought, Concept Publishing Company, 1993, p. 397-8.