ম্যানোফিল্ড পার্ক

ম্যানোফিল্ড পার্ক স্কটল্যান্ডের আবেরদিন জেলার ম্যানোফিল্ডে অবস্থিত একটি ক্রিকেট মাঠ। এ ক্রিকেট স্টেডিয়ামটি স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মাঠ হিসেবে পরিচিত। এছাড়াও, আবেরদিনশায়ার ক্রিকেট ক্লাব এ মাঠে অনুশীলন করে থাকে। আন্তর্জাতিক ক্রিকেট সফরসূচীতে মাঠটি সিটিলেটস ম্যানফিল্ড ডাকনামে পরিচিত। মাঠটি স্কটল্যান্ড ক্রিকেট দলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট স্কটল্যান্ড কর্তৃক পরিচালিত হয়।

ম্যানোফিল্ড পার্ক
সিটিলেটস ম্যানোফিল্ড
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানআবেরদিন, আবেরদিনশায়ার
দেশস্কটল্যান্ড
স্থানাঙ্ক
ধারণক্ষমতা৬,০০০
ভাড়াটেক্রিকেট স্কটল্যান্ড
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ ওডিআই১ জুলাই ২০০৮:
আয়ারল্যান্ড  বনাম  নিউজিল্যান্ড
সর্বশেষ পুরুষ ওডিআই২৩ আগস্ট ২০০৯:
স্কটল্যান্ড  বনাম  আয়ারল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
আবেরদিনশায়ার ক্রিকেট ক্লাব (১৮৯০–বর্তমান)
২২ ফেব্রুয়ারি ২০১০ অনুযায়ী
উৎস: CricketArchive

ইতিহাস

সম্পাদনা

১৮৭৯ সালে আবেরদিন বিশ্ববিদ্যালয়এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল। ১৯৩০ সালে প্রথমবারের মতো স্কটল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড দল প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করে। এ পর্যন্ত এখানে নয়টি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আগস্ট, ২০০৯ সালে আন্তঃমহাদেশীয় কাপে আয়ারল্যান্ডের মোকাবেলা করেছে স্কটল্যান্ড।

২০০৮ সালে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের মধ্যে ত্রি-দেশীয় সিরিজের মাধ্যমে একদিনের আন্তর্জাতিক খেলার সূচনা ঘটে। অদ্যাবধি এখানে ছয়টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ওডিআই খেলা আগস্ট, ২০০৯ সালে স্কটল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা