ম্যাডেলিন কান
ম্যাডেলিন গেইল কান (জন্ম ম্যাডেলিন গেইল উল্ফসন; ২৯ সেপ্টেম্বর ১৯৪২ - ৩ ডিসেম্বর ১৯৯৯) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, কণ্ঠাভিনেত্রী, ও গায়িকা। তিনি পিটার বোগদানভিচ ও মেল ব্রুক্স পরিচালিত হাস্যরসাত্মক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন। তার অভিনীত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র হল হোয়াট্স আপ, ডক? (১৯৭২), ইয়ং ফ্রাঙ্কেস্টাইন (১৯৭৪), হাই অ্যাংজাইটি (১৯৭৭), হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড, পার্ট ওয়ান (১৯৮১)। তিনি পেপার মুন (১৯৭৩) ও ব্লেজিং স্যাডলস (১৯৭৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য টানা দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
ম্যাডেলিন কান | |
---|---|
Madeline Kahn | |
জন্ম | ম্যাডেলিন গেইল উল্ফসন ২৯ সেপ্টেম্বর ১৯৪২ |
মৃত্যু | ৩ ডিসেম্বর ১৯৯৯ নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৫৭)
পেশা | অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, কণ্ঠাভিনেত্রী, গায়িকা |
কর্মজীবন | ১৯৬৪-১৯৯৯ |
দাম্পত্য সঙ্গী | জন হ্যান্সবারি (বি. ১৯৯৯) |
কানের ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে ১৯৬৮ সালে লিওনার্ড সিলম্যানের নিউ ফেসেস নাটক দিয়ে। তিনি ১৯৭৪ সালে ইন দ্য বুম বুম বুম নাটকে ও ১৯৭৮ সালে সঙ্গীতনাট্য অন দ্য টুয়েন্টিয়েথ সেঞ্চুরি নাটকে অভিনয় করে দুটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং প্রথম নাটকটির জন্য একটি ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে দ্য সিস্টার্স রোজেন্সউইগ নাটকে অভিনয়ের জন্য মঞ্চনাটকে শ্রেষ্ঠ প্রধান অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার ও ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন।
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- প্রদত্ত বছরসমূহ পুরস্কার প্রদানের বছর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "Madeline Kahn"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ ক খ Kahn listing[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] awardsdatabase.oscars.org, accessed February 15, 2015
- ↑ "Theater honors put women in the spotlight"। পিট্সবার্গ পোস্ট-গেজেট। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে ম্যাডেলিন কান (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ম্যাডেলিন কান (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ম্যাডেলিন কান (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ম্যাডেলিন কান (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে ম্যাডেলিন কান (ইংরেজি)