ম্যাগি
(ম্যাগী থেকে পুনর্নির্দেশিত)
ম্যাগি (উচ্চারণ [ˈmaɡi] বা উচ্চারিত [ˈmadːʒi] ) হল ১৯ শতকের শেষ দিকে সুইজারল্যান্ডে উদ্ভূত আচার, ঝটপট স্যুপ এবং নুডলসের একটি আন্তর্জাতিক মার্কা। ম্যাগি কোম্পানি ১৯৪৭ সালে নেসলে অধিগ্রহণ করে।
ধরন | খাদ্য |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৮৮৪ |
প্রতিষ্ঠাতা | জুলিয়াস ম্যাগি |
সদরদপ্তর | সুইজারল্যান্ড |
মাতৃ-প্রতিষ্ঠান | নেসলে |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাজুলিয়াস ম্যাগি (১৮৪৬-১৯১২) ১৮৬৯ সালে সুইজারল্যান্ডের কেম্পথল -এ তার বাবার মিল ব্যবসার দায়িত্ব নেন। তার নেতৃত্বে, ব্যবসাটি উন্নত পুষ্টি সরবরাহ এবং দ্রুত প্রস্তুতির মাধ্যমে শ্রমজীবী পরিবারের খাদ্যের উন্নতির লক্ষ্যে শিল্প খাদ্য উৎপাদনের অন্যতম পথিকৃৎ হিসেবে গড়ে ওঠে।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- "How Maggi noodles became an iconic Indian snack"। BBC News। ৪ জুন ২০১৫।
- Nestle Global Website