ম্যাককেনা গ্রেস

মার্কিন অভিনেত্রী

ম্যাককেনা গ্রেস (জন্ম: জুন ২৫, ২০০৬)[] একজন মার্কিন কিশোরী অভিনেত্রী। তিনি ছ’বছর বয়স থেকে পেশাদারভাবে অভিনয় শুরু করেন, তার প্রথমদিকের কাজের মধ্যে রয়েছে জেসমিন বার্নস্টাইন চরিত্রে ডিজনি এক্সডির সিটকম ক্রাশ অ্যান্ড বার্নস্টাইন (২০১২-২০১৪) এবং ফেইথ নিউম্যান চরিত্রে ধারাবাহিক দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টকেসে অভিনয়।

ম্যাককেনা গ্রেস
McKenna Grace
জন্ম (2006-06-25) ২৫ জুন ২০০৬ (বয়স ১৮)
গ্রেপেভিন, টেক্সাস, যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১২–চলছে

এবিসি/নেটফ্লিক্স অনুষ্ঠান ডিজাইন্যাটেড সারভাইভারের পেনি কার্কম্যান চরিত্রে অভিনয়ের জন্য গ্রেস সুপরিচিত। এছাড়াও নেটফ্লিক্সের কমেডি সিরিজ ফুলার হাউজে (২০১৬-২০১৮) রোজ হারবেনবার্গার এবং নেটফ্লিক্সের সুপারন্যাচারাল হরর সিরিজ দ্য হন্টিং অভ হিল হাউজে থিওডোরা কেইনের ভূমিকায় অভিনয় করেও তিনি প্রভূত পরিচিত লাভ করেছেন।

গ্রেস অভিনয়জগতে পা রাখেন ২০১৩ সালে, টেলিভিশন পাইলট জো, জো অ্যান্ড জেইন এ সিডনি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি ডিজনি এক্সডি সিরিজ ক্রাশ অ্যান্ড বার্নস্টেইনে অভিনয় করেন। দ্য ইয়ং অ্যান্ড রেস্টলেস (২০১৩-২০১৫) ধারাবাহিকে তাকে ফেইথ নাওম্যান হিসেবে দেখা যায়। ২০১৫ তে অভিনয় করেন সিবিএস সিরিজ সিএসআই: সাইবার এ। সাইন্স ফিকশন থ্রিলার ইন্ডিপেন্ডেন্স ডে: রিসার্জ্যান্স ছবিতে তিনি ডেইজি চরিত্রে অভিনয় করেন, রোনাল্ড ইমেরিচের পরিচালনায় নির্মিত ছবিটি ২৪ জুন, ২০১৬ তে মুক্তি পায়। এছাড়া ড্রামা ঘরানার মিঃ চার্চ (২০১৬) এবং কমেডি ঘরানার হাউ টু বি আ ল্যাটিন অভার (২০১৭) ছবিতে তিনি অভিনয় করেছেন।

২০১৭ সালে মার্ক ওয়েবের ড্রামা ঘরানার গিফটেড ছবিতে ক্রিস ইভানসের পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেন।[] এই ছবিতে তার অভিনয় ব্যাপকভাবে সমাদৃত হয়, তিনি ক্রিটিক'স চয়েস মুভি অ্যাওয়ার্ড ফর বেস্ট ইয়ং অ্যাক্ট্রেসের (সেরা কনিষ্ঠ অভিনেত্রীর জন্য সমালোচকদের মতামতের ভিত্তিতে চলচ্চিত্র পুরস্কার) জন্য মনোনীত হোন।[তথ্যসূত্র প্রয়োজন]

গ্রেসকে অধিকাংশ ক্ষেত্রেই তরুণ চরিত্রগুলোর বাল্যবেলার চরিত্রে দেখা যায়।.[][] তিনি টনিয়া হার্ডিংয়ের জীবনীভিত্তিক ছবি আই, টনিয়াতে অভিনয়ের জন্য আইস স্কেটিং রপ্ত করেন। এছাড়াও হরর ছবি অ্যামিটভিল: দ্য অ্যাওকেনিংতে জুলিয়া নামক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, ছবিটিতে আরো অভিনয় করেন বেলা থোর্ন, পরিচালনায় ছিলেন ফ্রাঙ্ক খাল্ফন।[]

গ্রেস হরর ড্রামা ছবি দ্য ব্যাড সীডে (২০১৮) এমা গ্রসম্যানের ভূমিকায় অভিনয় করেন।

২০১৯ এর হরর ছবি অ্যানাবেলে কামস হোমে গ্রেসকে দেখা যায় জুডি ওয়ারেনের ভূমিকায়, জুন প্যারানরমাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেনের মেয়ে।'[] একই বছরে মার্ভেল স্টুডিওর ক্যাপ্টেন মার্ভেল ছবিতে তিনি অভিনয় করেন। [তথ্যসূত্র প্রয়োজন]

২০১৮ এর নভেম্বরে ডেডলাইন হলিউড এক প্রতিবেদনে জানায়, নেটফ্লিক্সের দ্য চিলিং অ্যাডভেঞ্চার অভ সাবরিনা সিরিজের দ্বিতীয় মৌসুমে তাকে বাল্যকালের সাবরিনা স্পেলম্যান হিসেবে দেখা যাবে।.[]

সাল পুরস্কার বিভাগ কাজ ফলাফল সূত্র
২০১৭ উইমেন ফিল্ম ক্রিটিকস সার্কেল সেরা কনিষ্ঠ অভিনেত্রী গিফটেড মনোনীত [তথ্যসূত্র প্রয়োজন]
২০১৭ হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডস এনসেম্বল অভ দ্য ইয়ার আই, টনিয়া বিজয়ী [তথ্যসূত্র প্রয়োজন]
২০১৮ অনলাইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস সেরা কনিষ্ঠ পারফর্মার গিফটেড মনোনীত [তথ্যসূত্র প্রয়োজন]
২০১৮ ক্রিটিক'স চয়েস মুভি অ্যাওয়ার্ডস সেরা কনিষ্ঠ পারফর্মার গিফটেড মনোনীত [তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Osmanski, Stephanie (জুন ২৫, ২০১৫)। "10 TV Shows You Had No Idea Mckenna Grace Was In"M Magazine। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-১৫ 
  2. "'Gifted' Unites Chris Evans with a New Young Leading Lady," Associated Press, April 3, 2017.
  3. "Meet Mckenna Grace, She's the "Young" Version of Your Favorite Actress"E Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৫ 
  4. "ABOUT MCKENNA"। Mckennagrace.com। ২০২০-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০২ 
  5. "'Amityville' Haunts Daughter (Exclusive)"Bloody-Disgusting.com। এপ্রিল ৩, ২০১৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৫, ২০১৫ 
  6. "Mckenna Grace to star in 'Annabelle 3'"The HinduLos AngelesPTI। অক্টোবর ১, ২০১৮। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৮ 
  7. Ramos, Dino-Ray (ডিসেম্বর ২৮, ২০১৮)। "[[বিষয়শ্রেণী:অকার্যকর বহিঃসংযোগ সহ সমস্ত নিবন্ধ]][[[উইকিপিডিয়া:অকার্যকর সংযোগ|স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]]"Deadline Hollywood। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৯  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)