মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ
মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ ছিলেন মৌলভীবাজার জেলার প্রথম মুসলমান মুন্সেফ তথা বিচারক ও জমিদার ছিলেন। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠাতা হিসেবে সর্বাধিক পরিচিত।[১]
মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ মুন্সেফ | |
---|---|
জন্ম | ১৭৫০ |
মৃত্যু | ১২ ফেব্রুয়ারি ১৮৩৯ | (বয়স ৮৮–৮৯)
পেশা | বিচারক়, মৌলভি, উদ্দোক্তা |
যুগ | ইস্ট ইন্ডিয়া কোম্পানি |
পরিচিতির কারণ | প্রতিষ্ঠা মৌলভীবাজার |
পিতা-মাতা |
|
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাকুদরতউল্লাহ ১৭৫০ইং সালে তৎকালীন সুবাহ বাংলা এর অন্তর্গত শ্রীীহট্ট জেলার চৌয়াল্লিশ পরগনার গবিন্দশ্রী নামক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় সুবাহ বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল এবং এর শাসলকর্তা ছিলেন আহমদ শাহ বাহাদুর। তবে সেসময় মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ার কারণে সুবাহ বাংলার উপর প্রাদেশিক নবাব আলীবর্দী খানের নিয়ন্ত্রণ প্রকটতর হয়ে উঠে। কুদরতুল্লাহর পিতা সৈয়দ হুরমতউল্লাহ ছিলেন সৈয়দ শাহ ইয়াসিনের ছেলে। ইয়াসিন ছিলেন হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) এর ভাতিজা। সৈয়দ শাহ মোস্তফা (র:) হযরত শাহজালাল (র:) এর সফরসঙ্গী হয়ে সিলেট আগমন করেন ও মৌলভীবাজার জেলায় ইসলাম প্রচারে নিয়োজিত থাকেন।[২] শাহ মোস্তফা (র:) বংশের কতা বিবিকে ইয়াসিন বিয়ে করেছিলেন। কুদরতুল্লাহের ছিলেন তিন ভাই; তারা হলেন মুহিবুল্লাহ, দানা-উল্লাহ ও দায়েম-উল্লাহ। এর ফলে কুদরতুল্লাহ ঐতিহ্যবাহী ইসলামী পরিবারে লালিত হচ্ছিলেন।
পেশাগত জীবন
সম্পাদনাতিনি ১৭৭১ইং সালে তার জমিদারীর মধ্যে মনু নদীর তীরে একটি বাজার স্থাপন করেছিলেন, যেটি পরবর্তীতে মৌলভীর বাজার এবং কালক্রমে মৌলভীবাজার হয়।[৩] তিনি ভোজ্য পণ্য যেমন ফলমূল ও শাকসব্জি আমদানি শুরু করেছিলেন যাতে লোকেদের ক্রয়ের পাশাপাশি বিক্রির সুযোগ খুলে দেয়।.[৪] নদীর তীরে সুবিধাজনক অবস্থানের কারণে বাজারটি জমজমাট হয়ে পড়ে। যদিও অনেকে মনে করে থাকেন যে বাজারটি ১৮১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[৫] ১৭৯৩ইং সালে তিনি ফেঞ্চুগঞ্জের একটি দেওয়ানী আদালতের মুন্সেফ নিযুক্ত হন।[৬] মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯ সালে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রাকৃতিক সম্পদ, মৌলভীবাজার জেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ Mujibur Rahman Mujib (১০ জানুয়ারি ২০১৯)। "পীরে কামেল হযরত সৈয়দ শাহ"। Patakuri।
- ↑ "মৌলভী সৈয়দ কুদরত উল্লাহর বাজার থেকে মৌলভীবাজার"। Bangla Tribune। ৮ নভেম্বর ২০১৮। ২৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ "Itihash"। Government of Bangladesh। ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ Dutta, Panna (৯ অক্টো ২০১৮)। "চায়ের দেশ মৌলভীবাজার"। Odhikar।
- ↑ "Prokhkhat Bektito"। Government of Bangladesh। ৪ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ'র ১৮০ তম মৃত্যুবার্ষিকী আজ"। MKantho। ১২ ফেব্রুয়ারি ২০১৯। ১৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।