মৌলভীবাজার-২

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

মৌলভীবাজার-২ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৬নং আসন। ২০২৪ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করার পর থেকে এই আসনে কোনো সংসদ সদস্য নেই।[]

মৌলভীবাজার-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলামৌলভীবাজার জেলা
বিভাগসিলেট বিভাগ
মোট ভোটার
  • ২,৮৫,৪৭৬ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৪৬,৬৩৬
  • নারী ভোটার: ১,৩৮,৮৪০
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
বর্তমান সাংসদপদশূন্য

সীমানা

সম্পাদনা
১৯৮৪-২০১৪

মৌলভীবাজার-২ আসনটি কুলাউড়া উপজেলা ও কমলগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগর, ইসলামপুর, এবং শমশেরনগর ইউনিয়ন নিয়ে গঠিত ছিল।[]

২০১৮-বর্তমান

বর্তমানে এ আসনটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত।[]

ইতিহাস

সম্পাদনা

১৯৮৪ সালে মৌলভীবাজার-২ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল।

২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে। ২০১৮ সালের সাধারণ নির্বাচনের আগে, নির্বাচন কমিশন কামালগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগর, ইসলামপুর ও শমশেরনগর ইউনিয়নকে বাদ দিয়ে সীমানা ছোট করে।[][]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ এ. এন. এম. ইউসুফ বাংলাদেশ মুসলিম লীগ[]
১৯৮৮ নবাব আলী আব্বাছ খান জাতীয় পার্টি[]
১৯৯১ নবাব আলী আব্বাছ খান জাতীয় পার্টি
ফেব্রুয়ারি ১৯৯৬ এম এম শাহীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ এমএম শাহিন স্বতন্ত্র
২০০৮ নবাব আলী আব্বাছ খান জাতীয় পার্টি (এরশাদ)
২০১৪ আব্দুল মতিন স্বতন্ত্র
২০১৮ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ গণফোরাম
২০২৪ শফিউল আলম চৌধুরী নাদেল বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: মৌলভীবাজার-২[]
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র আব্দুল মতিন ৩০,৮৭১ ৫৫.০ প্র/না
জাতীয় পার্টি মহিবুল কাদির চৌধুরী ২৫,২৪১ ৪৫.০ -১৬.৬
সংখ্যাগরিষ্ঠতা ৫,৬৩০ ১০.০ −২১.০
ভোটার উপস্থিতি ৫৬,১১২
জাতীয় পার্টি থেকে স্বতন্ত্র অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: মৌলভীবাজার-২[][১০]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি নবাব আলী আব্বাছ খান ১,৩০,৯৪১ ৬১.৬ প্র/না
স্বতন্ত্র এমএম শাহিন ৬৪,৯৪২ ৩০.৫ -১৫.০
বিএনপি এ. এন. এম. আবেদ রাজা ১৪,১০৫ ৬.৬ প্র/না
খেলাফত মজলিস বদরুদ্দিন ১,২৮৩ ০.৬ প্র/না
আওয়ামী লীগ আতাউর রহমান শামিম ১,২৩৮ ০.৬ প্র/না
মুসলিম লীগ মোঃ আখির মিয়া ১৬০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৫,৯৯৯ ৩১.০ +২৭.০
ভোটার উপস্থিতি ২,১২,৬৬৯ ৮৫.১ +৫.২
স্বতন্ত্র থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: মৌলভীবাজার-২[১১]
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র এমএম শাহিন ৭৮,৬৬৭ ৪৫.৫ প্র/না
আওয়ামী লীগ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ৭১,৮০৩ ৪১.৫ +২.২
জামায়াতে ইসলামী শফিকুর রহমান ১২,৪১৫ ৭.২ +৩.৪
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ শওকতুল ইসলাম ৭,৩১২ ৪.২ প্র/না
স্বতন্ত্র এমাদুল ইসলাম ৮৫২ ০.৫ প্র/না
স্বতন্ত্র আব্দুস সোবহান ৮৩৬ ০.৫ প্র/না
কমিউনিস্ট পার্টি খন্দকার লুৎফর রহমান ৫৭৬ ০.৩ প্র/না
জাসদ রেজাউর রহমান চৌধুরী ২৯৬ ০.২ প্র/না
স্বতন্ত্র এ. এন. এম. ইউসুফ ১২২ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬,৮৬৪ ৪.০ −৫.৪
ভোটার উপস্থিতি ১,৭২,৮৭৯ ৭৯.৯ +৪.৪
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: মৌলভীবাজার-২[১১]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ৫২,৫৮২ ৩৯.৩ ০.০
জাতীয় পার্টি নবাব আলী আব্বাছ খান ৩৯,৯৯২ ২৯.৯ -২২.৮
বিএনপি এমএম শাহিন ৩১,৩০৪ ২৩.৪ +১৮.৮
জামায়াতে ইসলামী খন্দকার আবদুস সোবহান ৫,১১০ ৩.৮ প্র/না
ইসলামী ঐক্য জোট মোঃ আবদুস সালাম চৌধুরী ২,০৭৪ ১.৬ প্র/না
কমিউনিস্ট পার্টি খন্দকার লুৎফর রহমান ১,০২৩ ০.৮ প্র/না
জাকের পার্টি মোঃ এম এ আওয়াল ৫৯৯ ০.৪ প্র/না
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) এ. এন. এম. ইউসুফ ৩৭৯ ০.৩ প্র/না
ইসলামী ফ্রন্ট মোহাম্মাদ সাইফুল ইসলাম ৩১৯ ০.২ প্র/না
জাসদ (রব) গিয়াস উদ্দিন আহম ২৫৩ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১২,৫৯০ ৯.৪ −৪.০
ভোটার উপস্থিতি ১,৩৩,৬৩৫ ৭৫.৫ +১৪.২
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: মৌলভীবাজার-২[১১]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি নবাব আলী আব্বাছ খান ৬১,১০৮ ৫২.৭
আওয়ামী লীগ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ৪৫,৫২৬ ৩৯.৩
বিএনপি মোঃ আতাউর রহমান ৫,৩৭৬ ৪.৬
বাংলাদেশ মুসলিম লীগ (ইউসুফ) এ. এন. এম. ইউসুফ ১,৮৪৭ ১.৬
স্বতন্ত্র শাম নারায়ন গোর ১,০৮৪ ০.৯
গণতন্ত্রি পার্টি মোঃ সিরাজউদ্দিন আহমেদ ৯৬৫ ০.৮
সংখ্যাগরিষ্ঠতা ১৫,৫৮২ ১৩.৪
ভোটার উপস্থিতি ১,১৫,৯০৬ ৬১.৩
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মৌলভীবাজার-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০৮-০৬)। "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  4. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  5. "২৫ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন"দৈনিক যুগান্তর। ১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "Maulvibazar-2"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা