মৌভাষা ফাযিল মাদ্রাসা

রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।
(মৌভাষা ফাযিল মাদরাসা থেকে পুনর্নির্দেশিত)

মৌভাষা ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।[]

মৌভাষা ফাযিল মাদ্রাসা, রংপুর
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৪৮; ৭৬ বছর আগে (1948-01-01)
প্রতিষ্ঠাতাশাহ আব্দুল বাকি
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষআব্দুল লতিব মিঞা
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৪ জন
শিক্ষার্থী৩৫০
ঠিকানা, ,
বাংলাদেশ
ইআইআইএন১২৭২৭১
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ইসলামি সংগীত

ইতিহাস

সম্পাদনা

এই মাদ্রাসাটি ১৯৪৮খ্রি. মাও. শাহ মো. আব্দুল বাকির উদ্যোগ ও প্রচেষ্টায় মৌভাষা মৌজায় লাখেরাজটারীতে প্রতিষ্ঠিত হয়। তিনি প্রথম সুপারের দায়িত্ব পালন করেন। মাদরাসাটি আব্দুর রহমান, আজিজুদ্দিন খলিফাসহ গ্রামের অন্যান্য ব্যক্তির দান করা ২ একরের উর্ধে জমির উপর প্রতিষ্ঠিত। ১৯৫৫ সালে দাখিল অনুমতি পেয়ে মাত্র ১১ বছরে অর্থাৎ ১৯৬৭ সালে ফাযিল অনুমতি পায়। পাকিস্তান আমলের দালান কোটায় মাদ্রাসাটি দেখতে খুবই সুন্দর।[]

ভবনের বিবরণ

সম্পাদনা

মাদ্রাসাটিতে ৪টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-৩টি।

অন্যান্য

সম্পাদনা
  1. বিজ্ঞানাগার-১টি
  2. কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি

সাংস্কৃতিক কর্মকান্ড

সম্পাদনা

মাদ্রাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

প্রতিবছর মাদ্রাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ভালো ফলাফলের জন্য গংগাচড়া উপজেলা প্রশাসন থেকে ২০০৬ সালে উদ্দীপনা পুরুস্কার পায়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গংগাচড়া উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৪ 
  2. আলম (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ। পৃষ্ঠা ১১৪। আইএসবিএন 9789848923450 
  3. অধ্যক্ষ, মৌভাষা ফাযিল মাদরাসা। "সাক্ষাৎকার তাং-২৬-৬-২০২১"।