মৌভাষা ফাযিল মাদ্রাসা
মৌভাষা ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।[১]
ধরন | মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৪৮ |
প্রতিষ্ঠাতা | শাহ আব্দুল বাকি |
অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান) |
অধ্যক্ষ | আব্দুল লতিব মিঞা |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৪ জন |
শিক্ষার্থী | ৩৫০ |
ঠিকানা | মৌভাষা, গংগাচড়া উপজেলা , , বাংলাদেশ |
ইআইআইএন | ১২৭২৭১ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল, ইসলামি সংগীত |
ইতিহাস
সম্পাদনাএই মাদ্রাসাটি ১৯৪৮খ্রি. মাও. শাহ মো. আব্দুল বাকির উদ্যোগ ও প্রচেষ্টায় মৌভাষা মৌজায় লাখেরাজটারীতে প্রতিষ্ঠিত হয়। তিনি প্রথম সুপারের দায়িত্ব পালন করেন। মাদরাসাটি আব্দুর রহমান, আজিজুদ্দিন খলিফাসহ গ্রামের অন্যান্য ব্যক্তির দান করা ২ একরের উর্ধে জমির উপর প্রতিষ্ঠিত। ১৯৫৫ সালে দাখিল অনুমতি পেয়ে মাত্র ১১ বছরে অর্থাৎ ১৯৬৭ সালে ফাযিল অনুমতি পায়। পাকিস্তান আমলের দালান কোটায় মাদ্রাসাটি দেখতে খুবই সুন্দর।[২]
ভবনের বিবরণ
সম্পাদনামাদ্রাসাটিতে ৪টি ভবন আছে-
- প্রশাসনিক ভবন-১টি।
- একাডেমিক ভবন-৩টি।
অন্যান্য
সম্পাদনা- বিজ্ঞানাগার-১টি
- কম্পিউটার ল্যাব-১টি
- পাঠাগার- ১টি
সাংস্কৃতিক কর্মকান্ড
সম্পাদনামাদ্রাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।
ফলাফল
সম্পাদনাপ্রতিবছর মাদ্রাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ভালো ফলাফলের জন্য গংগাচড়া উপজেলা প্রশাসন থেকে ২০০৬ সালে উদ্দীপনা পুরুস্কার পায়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গংগাচড়া উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৪।
- ↑ আলম (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ। পৃষ্ঠা ১১৪। আইএসবিএন 9789848923450।
- ↑ অধ্যক্ষ, মৌভাষা ফাযিল মাদরাসা। "সাক্ষাৎকার তাং-২৬-৬-২০২১"।