মৌটুসী বিশ্বাস

বাংলাদেশী অভিনেত্রী

মৌটুসী বিশ্বাস একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী[] তিনি একুশে টেলিভিশন চ্যানেলে প্রচারিত 'অ্যাডভেঞ্চার বাংলাদেশ' অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন।[] তিনি ২০১১ সালে এটিএন বাংলায় প্রচারিত 'সেরা রন্ধনশিল্পী' অনুষ্ঠান উপস্থাপনা করেন।[] এরপর তিনি টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন।

মৌটুসী বিশ্বাস
জন্ম (1986-03-26) ২৬ মার্চ ১৯৮৬ (বয়স ৩৮)
চট্টগ্রাম, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী, মডেল, উপস্থাপিকা
কর্মজীবন২০১১–বর্তমান
দাম্পত্য সঙ্গীপলাশ দাস (২০০৬ - বর্তমান)
সন্তানআরিয়া (কন্যা)
পিতা-মাতা
  • ড. সৌরেন বিশ্বাস (পিতা)
  • মঞ্জু হাসি দত্ত (মাতা)

প্রাথমিক জীবন

সম্পাদনা

মৌটুসীর বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা ড. সৌরেন বিশ্বাস ও মা মঞ্জু হাসি দত্ত। ড. সৌরেন চট্টগাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ছিলেন। মৌটুসী বিশ্বাস বাবা বাবা-মার একমাত্র সন্তান। তিনি চট্টগামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

এমবিএ সম্পন্ন করে মৌটুসি বিশ্বাস ঢাকায় স্টান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকে ১ বছর চাকরি করেছেন। এরপর মিডিয়াতে অভিষেক তার। একুশে টেলিভিশনের ‘অ্যাডভেঞ্চার বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় মৌটুসী বিশ্বাসের পথচলা শুরু হয়। এরপরই মোস্তফা সরয়ার ফারুকীর’র ‘একান্নবর্তী’ ধারাবাহিক নাটকে অভিনয় করেন। হাসান মোরশেদের ‘জ্যোৎস্নার অন্ধকার’, আশরাফুল আলম রিপনের ‘আড়ালে’, সকাল আহমেদের ‘চতুর্জামাই’, অনিমেষ আইচের ‘তুমি আমার মা’, মেহের আফরোজ শাওনের ‘বীণার অসুখ’সহ বেশকিছু নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন মৌটুসী। নাটকের পাশাপাশি তিনি মার্কস ফুলক্রিম, প্রাণসহ বেশকিছু ভালো ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। মৌটুসী বিশ্বাস অভিনয় করেছেন ‘ব্যাচেলর’, ‘ইউটার্ন’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘নয় ছয়’ চলচ্চিত্রে। ব্যাচেলর সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে পা রাখলেও নায়িকা হিসেবে 'ইউটার্ন' চলচ্চিত্রে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি একজন নৃত্যশিল্পী।[]

অভিনীত চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

টিভি নাটক ও টেলিফিল্ম

সম্পাদনা
  • ইউর্টান[]
  • একান্নবর্তী[]
  • টিভি পরিবার[]
  • কষ্ট কষ্ট সুখ[১০]
  • ত্রিকোণমিতি

বিতর্ক

সম্পাদনা

২০২০ সালে নির্মিত 'বুমেরাং' নামক একটি ওয়েব ধারাবাহিকে বেশকিছু দৃশ্যে অভিনয়ের জন্য মৌটুসি বিশ্বাস ও আরো কয়েকজন অভিনয়শিল্পী বিতর্কের মুখে পড়েন।[১১]

ব্যাক্তিগত জীবন

সম্পাদনা

মৌটুসী বিশ্বাস ২০০৬ সালের ১২ ডিসেম্বর পলাশ দাসের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর এক বছর পলাশের সঙ্গে তিনি দিল্লীতে অবস্থান করেন। বিয়ের প্রায় ৫ বছর পর তিনি মা হন। তার একমাত্র কন্যাসন্তানের নাম আরিয়া।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ""Light colours givea fairy-like effect" --- Moutushi Biswas"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৬-১২। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৩ 
  2. "We often face trouble during shoots … Moutushi"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৩ 
  3. "Moutushi Biswas' hands are full with TV projects"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৩ 
  4. ""সংসার ঠিক রেখে অভিনয় করতে চান মৌটুসী"Banglanews24। ২০১৩-১১-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০২ 
  5. "মৌটুসী বিশ্বাস"The Daily Manabzamin। ২০২০-১২-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩ 
  6. "Moutushi Biswas in Humayun Ahmed's Krishnapokkho - The Daily Star" 
  7. "The director questioned my heavy make up in "U-turn"… Moutushi Biswas"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৩-১৩। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৩ 
  8. "I spent a sleepless night day before my debut play - Moutushi"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৭-১৮। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৩ 
  9. "Selim and Moutushi in daily soap"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-২৮। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৩ 
  10. "Moutushi, Shahed to reunite onscreen"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-৩০। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৩ 
  11. "আশা-নিরাশার বছর"The Daily Manabzamin। ২০২০-১২-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা