মো: মোস্তাফিজুর রহমান
মো: মোস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] এর আগে তিনি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।[২][৩]
মো: মোস্তাফিজুর রহমান | |
---|---|
সচিব -বাংলাদেশ সরকারী কর্ম কমিশন | |
কাজের মেয়াদ ২৩ অক্টোবর ২০১৯ – ৪ জুন ২০২০ | |
মহাপরিচালক -দুর্নীতি দমন কমিশন | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬১ গোপালগঞ্জ জেলা |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয়, আযম খান সরকারি কমার্স কলেজ |
পেশা | সরকারি কর্মকর্তা |
প্রারম্ভিক জীবন
সম্পাদনামো: মোস্তাফিজুর রহমান ১৯৬১ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মো: আলী আহমেদ মিয়া ও মাতা হাসিনা বেগম। মোস্তাফিজুর বিবাহিত ও দুই কন্যার জনক। তিনি আযম খান সরকারি কমার্স কলেজ হতে বিকম ও মাস্টার্স ডিগ্রি শেষ করে ১৯৮৬ সালে সিটি ল' কলেজ, খুলনা থেকে এলএলবি, ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এমকম ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।[১]
কর্মজীবন
সম্পাদনামো: মোস্তাফিজুর রহমান ২০ ডিসেম্বর ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার, নওগাঁ জেলায় সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ঢাকাতে সিনিয়র সহকারী কমিশনার হয়ে দায়িত্ব পালন করে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সাভার, ঢাকা, ফুলবাড়ি ও দিনাজপুরে ছিলেন। সংস্থাপন মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভিন্ন ভিন্ন পদেও দায়িত্ব পালন করেন।[১]
তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব, যুগ্মসচিব ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ২৩ অক্টোবর ২০১৯ হতে ৪ জুন ২০২০ পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি[১]
গ্রন্থ
সম্পাদনামো: মোস্তাফিজুর রহমান ২টি গ্রন্থ রচনা করেন।[১]
- কালান্তরে নওগাঁ
- Organization & Human Resource Management
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "মোঃ মোস্তাফিজুর রহমান, সচিব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ যুগান্তর রিপোর্ট (২৩ অক্টোবর ২০১৯)। "সেতু বিভাগ ও পিএসসিতে নতুন সচিব"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ "সেতু বিভাগ ও পিএসসিতে নতুন সচিব"। একুশে টেলিভিশন। ২৩ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |