মোহাম্মদ মাহবুবুর রহমান (চিকিৎসক)
মোহাম্মদ মাহবুবুর রহমান (জন্ম: ১৯৬৪) একজন বাংলাদেশী চিকিৎসক। তিনি একজন হেমাটোলজিস্ট এবং খুলনায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।[১]
অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান | |
---|---|
প্রথম উপাচার্য | |
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩ মে ২০২১ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬৪ (বয়স ৫৯–৬০) গোপালপুর, মুকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস |
পেশা | চিকিৎসক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
সম্পাদনামোহাম্মদ মাহবুবুর রহমান ১৯৬৪ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি খুলনা জিলা স্কুল থেকে ১৯৭৮ সালে এসএসসি এবং খুলনার সরকারি বি এল কলেজ থেকে ১৯৮০ সালে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে ১৯৮৭ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনে তিনি সন্ধানীর রক্তদান কর্মসূচির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ডা. মাহবুব ১৯৯৫ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) থেকে হেমাটোলজি বিষয়ে দেশের তৃতীয় ব্যক্তি হিসেবে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনামোহাম্মদ মাহবুবুর রহমান অষ্টম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পেশার উন্নয়নে তার বিশেষ ভূমিকা রয়েছে।
মাহবুব দীর্ঘদিন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ মাহবুবুর রহমান ২০২১ সালের ২৯ এপ্রিল পরবর্তী চার বছরের জন্য শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন এবং ৩ মে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।[২][৩]
সদস্যপদ
সম্পাদনামাহবুবুর রহমান বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য। তিনি হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের জীবন সদস্য এবং সোসাইটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।[৩]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাচিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তিনি ২০১২ সালে যুক্তরাষ্ট্র থেকে সম্মানসূচক এফএসিপি এবং ২০১৪ সালে যুক্তরাজ্য হতে এফআরসিপি ফেলোশিপ অর্জন করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ"। দৈনিক ইনকিলাব। ৩০ এপ্রিল ২০২১। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১।
- ↑ ক খ "মুকসুদপুরে কৃতি সন্তান খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসি হলেন"। সময়ের চোখ। ৯ মে ২০২১। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১।
- ↑ ক খ "শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান"। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। ২৯ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১।
- ↑ "খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়'র ভিসি অধ্যাপক ডা. মাহবুবুর রহমান"। দৈনিক আলোকিত ভোর। ৩০ এপ্রিল ২০২১। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১।