মোহাম্মদ ফজলী হোসেন
মোহাম্মদ ফজলী হোসেন (অজানা - ১০ সেপ্টেম্বর ২০১৭) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির ১১তম উপাচার্য। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেন।[১]
অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেন | |
---|---|
১১তম উপাচার্য | |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি ২০০১ – ২ ফেব্রুয়ারি ২০০২ | |
পূর্বসূরী | আবদুল মান্নান |
উত্তরসূরী | এ জে এম নূরুদ্দীন চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | হোসেনপুর, চাটখিল, নোয়াখালী |
মৃত্যু | ১০ সেপ্টেম্বর ২০১৭ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম
সম্পাদনাতিনি নোয়াখালীর চাটখিল উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[২]
শিক্ষাজীবন
সম্পাদনাহোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাফজলী হোসেন ১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে অধ্যাপনা পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিজ্ঞান অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, গণিত বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ভাষা সৈনিক মোহাম্মদ ফজলী হোসেন ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০০২ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]
সদস্যপদ
সম্পাদনাফজলী হোসেন বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সেকশন-৩ এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ছিলেন।[৫]
মৃত্যু
সম্পাদনাতিনি ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চবির সাবেক উপাচার্য ফজলী হোসেনের ইন্তেকাল"। সমকাল। ১২ সেপ্টেম্বর ২০১৭। ১৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "চবির সাবেক উপাচার্য ফজলী হোসেন আর নেই"। জাগোনিউজ২৪.কম। ১১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফজলী হোসেনের ইন্তেকাল"। প্রথম আলো। ১২ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "চবির সাবেক উপাচার্য অধ্যাপক ফজলী হোসেন মারা গেছেন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চবি'র সাবেক ভিসি ফজলী হোসেন আর নেই"। মানবজমিন। ১২ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "চবির সাবেক উপাচার্য প্রফেসর ফজলী হোসেনের ইন্তেকাল"। পরিবর্তন। ১১ সেপ্টেম্বর ২০১৭। ১৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।