মোহাম্মদ জুহদি নাশাশিবি
মোহাম্মদ জুহদি নাশাশিবি (১৯২৫ – ২৭ জানুয়ারি ২০২০), যিনি আবু জুহদি নামে পরিচিত ছিলেন, ফিলিস্তিনের একজন ব্যাংকার ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের প্রথম অর্থমন্ত্রী ছিলেন। তিনি ১৯৯৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[১]
মোহাম্মদ জুহদি নাশাশিবি | |
---|---|
ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের অর্থমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯৪ – ২০০২ | |
পূর্বসূরী | পদ প্রতিষ্ঠিত |
উত্তরসূরী | সালাম ফায়াদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২৫ |
মৃত্যু | ২৭ জানুয়ারি ২০২০ (বয়স ৯৫) |
রাজনৈতিক দল | ফাতাহ |
জীবনী
সম্পাদনামোহাম্মদ জুহদি নাশাশিবি ১৯২৫ সালে জেরুজালেমের এক নাশাশিবি পরিবারে জন্মগ্রহণ করেন।[২] তিনি কমার্সিয়াল ব্যাংক অব সিরিয়ায় ব্যাংকার হিসেবে কাজ করেছেন। [৩]
মোহাম্মদ জুহদি নাশাশিবির রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ষাটের দশকের গোড়ার দিকে, সিরীয় বাথ পার্টিতে। পরবর্তীতে, তিনি ফিলিস্তিন মুক্তি সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য হন।[৩] তিনি সংগঠনটির অর্থবিভাগের প্রধান হয়েছিলেন। এছাড়া, তিমি ফিলিস্তিন জাতীয় তহবিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
মোহাম্মদ জুহদি নাশাশিবি ১৯৯৪ সালে অসলো চুক্তির পর নিজভূমে ফিরে আসেন। ঐ বছরে তিনি ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।[৪][৫] ২০০২ সাল পর্যন্ত তিনি ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[৬]
মোহাম্মদ জুহদি নাশাশিবি ২০২০ সালের ২৭ জানুয়ারি ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "منظمات وشخصيات فلسطينية تنعى المناضل الوطني الكبير محمد زهدي النشاشيبي"। www.amadps.org (আরবি ভাষায়)। ২৭ জানুয়ারি ২০২০। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Nashashibi Family"। Encyclopedia.com। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ Mattar, Philip (২০০৫)। Encyclopedia Of The Palestinians। Facts On File, Inc.। পৃষ্ঠা 331। আইএসবিএন 0-8160-5764-8।
- ↑ "Arafat Names 14 to Self-Rule Authority"। The New York Times। ২৯ মে ১৯৯৪। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "PLO names 14 to rule Gaza, Jericho"। The Baltimore Sun। ২৯ মে ১৯৯৪। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Arafat Trims and Reshuffles Cabinet"। ABC News। ১০ জুন ২০০২। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Former finance minister Mohammad Nashashibi dead at 95"। Wafa। ২৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।