মোহাম্মদ আজম

বাংলা একাডেমির মহাপরিচালক

ড. মোহাম্মদ আজম হলেন ঢাকা বিশ্ববিদ্যাালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বাংলা একাডেমির ১৯তম মহাপরিচালক।[][]

ড. মোহাম্মদ আজম
বাংলা একাডেমির মহাপরিচালক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৫ সেপ্টেম্বর ২০২৪
পূর্বসূরীরাশিদ আসকারী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1975-08-23) ২৩ আগস্ট ১৯৭৫ (বয়স ৪৯)
হাতিয়া উপজেলা, নোয়াখালী
দাম্পত্য সঙ্গীসেঁজুতি জাহান জিনাত[তথ্যসূত্র প্রয়োজন]

প্রাথমিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

মোহাম্মদ আজম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে হাতিয়ার এ এম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৯৩ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।[] এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০১৪ সালে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

মোহাম্মদ আজম ২০০০ সালে ঢাকা কমার্স কলেজে শিক্ষকতা শুরু করেন। ২০০৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যাালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৮ সালে সহকারি অধ্যাপক ও ২০১৫ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।[]

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যাালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।[] ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি বাংলা একাডেমির ১৯তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান।[]

প্রকাশিত গ্রন্থ

সম্পাদনা
  • বাংলা ও প্রমিত বাংলা সমাচার
  • হুমায়ূন আহমেদ: পাঠপদ্ধতি ও তাৎপর্য
  • বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ
  • কবি ও কবিতার সন্ধানে
  • বিষয় সিনেমা: তিনটি অনূদিত প্রবন্ধ
  • সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ (২০২২)

সম্পাদিত গ্রন্থ

সম্পাদনা
  • নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান
  • কবি ও কবিতার সন্ধানে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলা একাডেমির মহাপরিচালক হলেন ড. মোহাম্মদ আজম"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৫ 
  2. "বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম"banglanews24.com। ২০২৪-০৯-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৫ 
  3. "Details of Dr. Mohammad Azam"বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 
  4. "Mohammad Azam Dhaka University Profile"www.du.ac.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৫