মোহাম্মদপুর ইউনিয়ন, চাটখিল

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার একটি ইউনিয়ন

মোহাম্মদপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল উপজেলার একটি ইউনিয়ন

মোহাম্মদপুর
ইউনিয়ন
৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ
মোহাম্মদপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মোহাম্মদপুর
মোহাম্মদপুর
মোহাম্মদপুর বাংলাদেশ-এ অবস্থিত
মোহাম্মদপুর
মোহাম্মদপুর
বাংলাদেশে মোহাম্মদপুর ইউনিয়ন, চাটখিলের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫′৪৪″ উত্তর ৯০°৫৯′৪৫″ পূর্ব / ২৩.০৯৫৫৬° উত্তর ৯০.৯৯৫৮৩° পূর্ব / 23.09556; 90.99583 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাচাটখিল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২১.২০ বর্গকিমি (৮.১৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৫,৫৫৫
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬২.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মোহাম্মদপুর ইউনিয়নের আয়তন ২১.২০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোহাম্মদপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৫,৫৫৫ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

চাটখিল উপজেলার সর্ব-পূর্বে মোহাম্মদপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে বদলকোট ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে চাটখিল পৌরসভাপাঁচগাঁও ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়ন, পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

মোহাম্মদপুর ইউনিয়ন চাটখিল উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আমিরথী
  • বাবুপুর
  • বানসা
  • হরিপুর
  • হাসর
  • যশোড়া
  • কাঁকরা পাড়া
  • কামালপুর
  • কুলশ্রী
  • লক্ষ্মণপুর
  • ভবানীপুর
  • মলংচর
  • মোহাম্মদপুর
  • নোয়াপাড়া
  • পাল্লা
  • দুলালপুর
  • তাহেরপুর
  • নাথপাড়া
  • রামচন্দ্রপুর
  • ধন্যপুর
  • পরানপুর
  • ফাওড়া
  • শোল্যা

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোহাম্মদপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬২.৮%।[] এ ইউনিয়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদরাসা এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়[]

  • পশ্চিম বানসা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মোহাম্মদপুর রাজার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মলংমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মোহাম্মদপুর জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শোল্যা বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • যশোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পরানপুর কাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

সাবেক চেয়ারম্যান, জনাব আতিক উল্যাহ বি এস সি

আইয়ুব আলী বি এস সি( প্রধান শিক্ষক জনতা হাইস্কুল,)

মাওলানা নুর মোহাম্মাদ ( পিন্চিপাল আনোয়ার আলী ই' আলীম মাদ্রাসা,

গোলাম মোস্তফা বি এস সি(প্রধান শিক্ষক, কামালপুর এম এ হাশেম উচ্চ বিদ্যালয়)

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

চাটখিল উপজেলা হতে সিএনজি অথবা রিক্সা যোগে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।

খাল ও নদী ও মহেন্দ্রা খাল

সম্পাদনা

খাল ও নদীর তালিকা[]

  • মলংমুড়ী খাল
  • পাল্লা খাল
  • কুলশ্রী খাল

হাট-বাজার

সম্পাদনা

হাট-বাজারের তালিকা[]

  • বানসা বাজার।
  • পাল্লা বাজার
  • জনতা বাজার
  • কালির হাট
  • শান্তির বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • মোহাম্মদপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্মরণি
  • কামালপুর বড় মসজিদ

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ মেহেদী হাসান চেয়ারম্যান
মাছুম রানা সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ সালে আহম্মদ সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোঃ হারুন রশিদ সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
কোরবান আলি সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ শামছুল হুদা সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ জাফর ইসলাম সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
ওহিদ উল্যা সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ ইউসুফ আলী সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
জান্নাতুল নাঈম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
রোকসানা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
আমেনা আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ তৈয়ব আলী ১৯৮৩–১৯৮৮
০২ মোঃ মাজেদুল ইসলাম সরকার ১৯৮৮–১৯৯৩
০৩ কফিল উদ্দিন ১৯৯৩–১৯৯৮
০৪ আতিক উল্যাহ ১৯৯৮–২০০৩
০৫ আবু সায়েদ চৌধুরী ২০০৩–২০১১
০৬ সহিদ উল্যা ২০১১–২০১১

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, মোহাম্মদপুর ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  3. "খাল ও নদী, মোহাম্মদপুর ইউনিয়ন"mohammadpuru5p.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "হাট-বাজারের তালিকা, মোহাম্মদপুর ইউনিয়ন"mohammadpuru5p.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  5. "বর্তমান পরিষদ, মোহাম্মদপুর ইউনিয়ন"mohammadpuru5p.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  6. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, মোহাম্মদপুর ইউনিয়ন"mohammadpuru5p.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা