মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্রিকেট দল

ঢাকা মোহামেডান একটি বাংলাদেশি ক্রিকেট দল যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিস্ট এ এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি ২০ ক্রিকেট লিগে টুয়েন্টি২০ ম্যাচ খেলে থাকে। দলটি ঢাকা মোহামেডানের ক্রিকেট দল।

ঢাকা মোহামেডান
ইতিহাস
শিরোপার সংখ্যা০ ( টুর্নামেন্ট লিস্ট এ স্ট্যাটাস পাবার পর)
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-২০ ক্রিকেট লিগ জয়

ইতিহাস

সম্পাদনা

দলটি ১৯৭৪-৭৫ মৌসুম থেকে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জিতেছে ৯ বার, যা ঢাকা আবাহনীর ১৭ শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ।[] ২০১৩-১৪ মৌসুমে টুর্নামেন্টটি লিস্ট এ মর্যাদা পাওয়ার পর একবারও শিরোপা জিতে নি মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্রিকেট দল।

লিস্ট এ রেকর্ড

সম্পাদনা
  • ২০১৩-১৪: ১৫ ম্যাচে ৯ জয়, চতুর্থ।
  • ২০১৪-১৫: ১৬ ম্যাচে ৮ জয়, ষষ্ঠ।
  • ২০১৫-১৬: ১৬ ম্যাচে ৮ জয়, পঞ্চম।
  • ২০১৬-১৭: ১৬ ম্যাচে ৮ জয়, পঞ্চন।
  • ২০১৭-১৮: ১১ ম্যাচে ৫ জয় ১ টাই, সপ্তম।

টুয়েন্টি২০ রেকর্ড

সম্পাদনা
  • ২০১৮-১৯: ২ ম্যাচে ১ জয়, গ্রুপপর্ব।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Morgan stars in Gazi Tank's title win"। Cricinfo। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৫ 
  2. "Hom shines again as Shinepukur reach semis"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯