মোস্তফাপুর ইউনিয়ন, পার্বতীপুর

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একটি ইউনিয়ন

মোস্তফাপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[][]

মোস্তফাপুর ইউনিয়ন
ইউনিয়ন
৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাদিনাজপুর জেলা
উপজেলাপার্বতীপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ মতিয়ার রহমান
আয়তন
 • মোট৩৩.৪৩ বর্গকিমি (১২.৯১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৭,৭৬০
 • জনঘনত্ব৮৩০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৪.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মোস্তফাপুর ইউনিয়নের আয়তন ৮২৬১ একর (৩৩.৪৩ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী মোস্তফাপুর ইউনিয়নের জনসংখ্যা ২৭,৭৬০ জন। এর মধ্যে পুরুষ ১৪,১৬১ এবং নারী ১৩,৭৯৯ জন। মোট পরিবারের সংখ্যা ৬,৬৬৯টি।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

পার্বতীপুর উপজেলার পশ্চিমাংশে মোস্তফাপুর ইউনিয়নের অবস্থান। এর পূর্বে হাবড়া ইউনিয়নচণ্ডীপুর ইউনিয়ন, পশ্চিমে চিরির বন্দর, উত্তরে মমিনপুর ইউনিয়ন এবং দক্ষিণে ফুলবাড়ী উপজেলা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

মোস্তফাপুর ইউনিয়ন পার্বতীপুর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পার্বতীপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১০নং নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ এর অংশ। এ ইউনিয়নে মোট ৩৪টি গ্রাম ও ২৪টি মৌজা রয়েছে। গ্রামগুলো হল:

  • রানিহারি
  • মাধবপুর
  • আরজি নারায়ণপুর
  • অসুরকোট
  • বড় রামচন্দ্রপুর
  • বড়দল
  • বেজাই
  • চকযামিনী
  • ছোট চন্ডিপুর
  • চক সাদিনাম
  • ছোট রামচন্দ্রপুর
  • দণ্ডপাণি
  • দেবকুন্ডা
  • ফরিদপুর
  • রায়পুর
  • হাবিবপুর
  • হরিহরপুর
  • কমলপুর
  • কাশিপুর
  • খড়িবাড়ি
  • কুড়িয়াইল
  • কুতুবপুর
  • মহাদেবপুর
  • মোস্তফাপুর
  • মহবপুর
  • পলিকাপুর
  • পশ্চিম বাজিতপুর
  • পশ্চিম দূর্গাপুর
  • পশ্চিম সুলতানপুর
  • প্রজাবাজ
  • রাধানগর
  • রহিমাপুর
  • শেরণপাড়া
  • শিবরামপুর

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোস্তফাপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৪.২%। এ ইউনিয়নে ১০টি সরকারি ও ৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজ ও ১৮টি মাদ্রাসা রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

দিনাজপুর ========গোবিন্দগঞ্জ ==========হাইওয়ের মাধ্যমে খুব সহজেই যোগাযোগ করা যায়

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

মোস্তফাপুর ইউনিয়নে ৬৯টি মসজিদ, ১১টি ঈদগাহ, ৮৬টি কবরস্থান, ১৬টি মন্দির ও ১০টি শ্মশান রয়েছে।

স্বাস্থ্যকেন্দ্র

সম্পাদনা

মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়িতে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।

হাট-বাজার

সম্পাদনা

মোস্তফাপুর ইউনিয়নের প্রধান হাট আমবাড়ি হাট। এ ইউনিয়নে ৫টি হাট ও কয়েকটি বাজার রয়েছে।

উল্লেখযোগ্য হাট-বাজার
  • আমবাড়ি হাট
  • কালির হাট
  • চোপাড় হাট
  • ফরিদপুর হাট
  • বড় রামচন্দ্রপুর হাট
  • মোস্তফাপুর বাজার
  • দণ্ডপাণি বাজার
  • অসুরকোট বাজার

খাল ও নদী

সম্পাদনা

মোস্তফাপুর ইউনিয়নে ২টি খাল ও নদী রয়েছে। ইছামতী নদী এ ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। করতোয়া নদী ইউনিয়নের মধ্যে পরিবেষ্টিত হয়ে আছে।

দর্শনীয় স্থান

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা
  • আলহাজ্ব মোঃ শামসুদ্দীন মন্ডল
  • এস.এম জাকারিয়া বাচ্চু –– সমাজ সেবক ও ব্যবসায়ী।

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান- মোহাম্মদ মতিয়ার রহমান।
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদ
০১
০২
০৩ মোহাম্মদ মতিয়ার রহমান ২০২২-বর্তমান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মোস্তফাপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা